শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ।। ২৯ কার্তিক ১৪৩২ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আমার পিতা ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অন্যতম পুরোধা: মাওলানা মাহমুদ মাদানী  খতমে নবুওয়াত মহাসম্মেলন: গাড়ি পার্কিং ও জরুরি দিকনির্দেশনা বিদেশিদের দালাল আর পাশের দেশের প্রেসক্রিপশনে আর নয়: চরমোনাই পীর গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে জাতির সাথে তামাশার শামিল: অধ্যাপক মাওঃ ইমরান আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে জমিয়তের পূর্ণ সংহতি ও সমর্থন কোন দলের আপত্তি কতটা বিবেচনায় নিলেন ড. ইউনূস গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার আহ্বান মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়ার ঢাকা-১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

২য় বর্ষে আওয়ার ইসলাম; বর্ষপূতির নানা উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম ১ বছর পূর্তিও খুব কাছাকাছি অবস্থান করছে। দিন কয়েক পর’ই ২য় বর্ষে পদার্পন করবে পোর্টালটি। গত বছর দেশব্যাপী বৃক্ষরূপণ কর্মসূচির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে আওয়ার ইসলাম

৮ জুন বুধবার শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে শুভ সূচনা করে আওয়ার ইসলাম।

বছরান্তে আওয়ার ইসলামের লেখক পাঠক শুভাকাঙ্ক্ষি, বিজ্ঞাপনদাতা, পরামর্শদাতা সবার প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব। আওয়ার ইসলামের সকল কর্মীবন্ধু, সাংবাদিক ও প্রতিনিধিদের প্রতিও তিনি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি মহান আল্লাহর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মানুষের কল্যাণের সাংবাদিকতায় বিশ্বাস করে আওয়ার ইসলাম। সত্য সুন্দর ও মানবতায় জন্য আমরা নিবেদিত। আমরা কাজ করতে চাই! কাজের সুযোগ চাই। সবার সহযোগিতা চাই।

বর্ষপূতির উদ্যোগ

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের প্রথম বর্ষপূতি অনুষ্ঠিত হবে ১০ জুন শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে। সকাল ১০ টায় শুরু হওয়া বর্ষপূতি অনুষ্ঠানে থাকবে নানা বর্নাঢ্য আয়োজন।

বর্ষপূতি বাস্তবায়ন কমিটির আহবায়ক আওয়ার ইসলামের প্রধান সম্পাদক মুহাম্মদ আমিমুল ইহসান বলেন, দেশের সকল মতপথের দল-মতের মানুষের সম্মিলনী হবে আমাদের বর্ষপূতি অনুষ্ঠান। আলেম, ইসলামিক স্কলার ও পাঠক, সূধী, কবি লেখক সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়িক শিল্পি-সাহিত্যিকদের উপস্থিতিতে উদযাপিত হবে দিনটি।

অনুষ্ঠান পরিকল্পণাকারী আওয়ার ইসলাম সহ-সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ জানিয়েছেন, কর্মসূচিতে থাকবে-অতিথি বরণ, স্বগত বক্তব্য, শুভেচ্ছা বিনিময়, আওয়ার ইসলাম এ্যাওয়ার্ড, অনলাইন সাংবাদিকতা : নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা- শীর্ষক আলোচনা ইত্যাদি।

বর্ষপূতি উপলক্ষে প্রকাশিত হচ্ছে- সত্যের পথে তথ্যের সাথে এক বছর-স্লোগান প্রতিপাদ্য করে আওয়ার ইসলামের বিশেষ সংখ্যা (বুলেটিন)। লিখবেন গুণীজনেরা। মতামত দিবেন সুশীল, বুদ্ধিজীবি ও প্রাজ্ঞ মানুষেরা। নান্দনিক বুলেটিন উপলক্ষে বিজ্ঞাপন বা বর্ষপূর্তি আয়োজনে স্পন্সরের মাধ্যমে সহযোগী হতে আমাদের।

অনুষ্ঠানে সবার প্রাণবন্ত উপস্থিতি কামনা করেছেন নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান

বৃক্ষরোপণে শুভযাত্রা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ