শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই সনদ নিয়ে মতামত দিল ২৩ রাজনৈতিক দল ওয়ান উম্মাহ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও উসামা ওমরের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত ফেনী-২ আসনে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু গুম-খুনের জন্য হাসিনার বিচার আবশ্যক: মির্জা ফখরুল ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা সাদিক কায়েমের মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার চট্টগ্রামে চোর সন্দেহে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, দুইজন আহত ঋতুরাজ শরৎ: মানুষ ও প্রকৃতির উচ্ছ্বাস হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার যানজট

মোদির সঙ্গে বৈঠক; কাশ্মির সমস্যার সমাধান চাইলেন জমিয়ত নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের চলমান নানা বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন জমিয়তে ওলামায়ে হিন্দের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে মুসলিমদের ২৫ প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী এ সময় তিন তালাক ইস্যু রাজনীতিকরণ না করার আহবান জানান। তিনি বলেন, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি পারস্পারিক ভালোবাসা ও সদ্ভাব। কোনো সরকারেরই নাগরিকদের মধ্যে বৈষম্য করার কোনো অধিকার নেই।

প্রধানমন্ত্রী তাদের বলেন, ‘ভারতের সৌন্দর্য হল, ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’।’ এ সময় তিনি নয়া প্রজন্মকে বিশ্বে ক্রমবর্ধমান উগ্রতা থেকে রক্ষা করার উপরে জোর দেন। এ ব্যাপারে উলামায়ে কেরামের সহযোগিতা কামনা করেন।

ইসলামি শরীয়াহ আইনের সমর্থনে ভারতে নারীদের মিছিল

পাক-ভারত যুদ্ধ দামামা! সীমান্তে বোর্ফস কামান মোতায়েন করছে ভারত

প্রায় দু’ঘণ্টাব্যাপী বৈঠকে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান জমিয়তের মহাসচিব মাওলানা মাহমুদ আসাদ মাদানী। তিনি বৈঠককে সন্তোষজনক ও ইতিবাচক বলে মন্তব্য করেছেন।

মাওলানা মাদানী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের কথা পুরোপুরি শুনেছেন এবং আমাদের চিন্তাধারার সঙ্গে একমত হয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাতের মাধ্যমে মূলত পারস্পারিক সংলাপের দরজা খোলা এবং কাছ থেকে বোঝার কারণে পরবর্তীতে আরো সুযোগ সৃষ্টি হবে ও আমরা সকলেই আমাদের দেশের উন্নয়নের জন্য ভূমিকা বজায় রাখতে সক্ষম হবো।’

প্রতিনিধি দলটি কাশ্মির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একমাত্র প্রধানমন্ত্রীই ওই ইস্যুর সমাধান করতে পারেন বলে তারা মন্তব্য করেন। তারা বলেন, দেশের বিরুদ্ধে হওয়া কোনো ষড়যন্ত্রকে তারা সফল হতে দেবেন না।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা ক্বারি সাইয়্যেদ মুহাম্মদ উসমান মনসুরপুরী, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানী, মুম্বাই ওয়েস্ট আঞ্জুমানে ইসলামীর সভাপতি জাহির কাজী, মাওলানা বদরউদ্দিন আজমল প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : পার্সটুডে

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ