মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর জামায়াত সেক্রেটারি পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: এনসিপি ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০ সম্পন্ন হলো আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখা পুনর্গঠন মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা, মৃত্যুদণ্ডের ফয়সালা আদালতের

পূর্বের দাওরা পাশ ছাত্রদের পক্ষ থেকে ছোট্ট একটি দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আনাস বিন ইউসুফ

যদি দাওরা-হাদিসের সিলেবাসে আহামরি কোন পরিবর্তন আনা না হয় তাহলে অন্তত সর্বশেষ পাঁচ বছরের শিক্ষার্থীদেরকে দ্বিতীয়বার পরীক্ষা ছাড়াই সনদ দিয়ে দেয়া উচিত৷ কেননা বিভিন্ন সিমাবদ্ধতার কারণে অনেকের পক্ষেই দ্বিতীয়বার দাওরা পরীক্ষা দেয়া অসম্ভব হয়ে পড়বে৷ অথচ, প্রতিযোগিতার এই মহাকালে যখন সনদের মান দিয়ে দেয়া হয়ে গেছে তখন সমাজে নিজের অবদান রাখতে যোগ্যতার পাশাপাশি এই সনদের প্রয়োজনও অনস্বীকার্য৷

তাছাড়া কর্মজীবন শুরু করার পর কিংবা ফিকহ/হাদীসে পিএইচডি করে পূনরায় মাস্টার্সপরীক্ষা দিতে গেলে আরও এক বছর সময় প্রয়োজন, যা অনেক মধ্যবিত্ত/নিম্নমধ্যবিত্ত বাবা-মার জন্য মেনে নেয়া কষ্টকর হবে ৷
অন্যদিকে যারা বাংলাদেশে একবার দাওরা-হাদীস (মাস্টার্স) শেষ করে দারুল উলুম দেওবন্দে গিয়ে দ্বিতীয়বার দাওরা পড়েছেন তাদের জন্য তৃতীবার মাস্টার্স পরীক্ষা দেয়া লাগতেছে৷

এসব দিক বিবেচনায় নিয়ে বেফাকের কাছে আমাদের (যারা রিসেন্টফাস্ট বছরগুলোতে দাওরাশেষ করে কর্মজীবন শুরু করেছি, কিংবা কোন বিষয়ে তাখাসসুস তথা পিএইচডি করছি-আমাদের) দাবি- অন্তত বিগত পাঁচ বছরে দাওরা-হাদীস সম্পন্ন করা ছাত্রদের জন্য ‘সনদ পেতে পূনরায় পরীক্ষা দেয়া’র সিদ্ধান্ত না নেয়ায় যুক্তিযুক্ত মনে করি।

উল্লেখ্য, চলতি বছরের তাকমীল (মাস্টার্স) পরীক্ষার পরিবর্তিত সময়ের রুটিনে দেখা গেছে শুধুমাত্র উলুমুল হাদীস বিষয়টি স্থগিত করা হয়েছে ৷ অর্থাৎ-আপাত দৃষ্টিতে সিলেবাসে বড় কোন পরিবর্তন পরিলক্ষিত হয়নি৷ সুতরাং এই দাবি মানতে আশা করি বেগ পেতে হবে না। 

প্রশ্নবাণে কওমি মাদরাসা : আমাদের নির্মম রসিকতা

এ বছরের দাওরায়ে হাদিসের শিক্ষার্থীরা কি মাস্টার্সের মান পাবে?

কী বোর্ডের যুগে দাওরায়ে হাদিস সমাপনী ডায়েরি

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ