শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

নিউইয়র্কে সিটি কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখের ফান্ডরেজিং ডিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রশীদ আহমদ নিউইয়র্ক থেকে:  বাংলাদেশী কমিউনিটিসহ সকলের সার্বিক সহযোগিতা কামনার মধ্য দিয়ে নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ মূলধারার রাজনীতিক বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখের  ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে।

বাঙালী অধ্যুষিত ওজন পার্কের  ম্যাজেস্টিক মারকুউজ পার্টি হলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে  গত ৩০ এপ্রিল রোববার রাতে এ ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠিত হয়। মূলধারা ও কমিউনিটির নের্তৃবৃন্দসহ বিশিষ্ট গুণীজনের  উপস্থিতিতে এ ডিনারে বাংলাদেশী কমিউনিটিসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করে কমিউনিটির সেবায় নিজকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন হেলাল শেখ।

বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট আজিমুর রহমান বুরহানের সভাপতিত্বে ও ফ্রেন্ডস অফ হেলাল এ শেখ ফান্ডরেজিং কমিটির কো-কনভেনার মুহাম্মদ আনোয়ার হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন মেম্বার সেক্রেটারী মাওলানা রশীদ আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে কাউন্সিলম্যান পদপ্রার্থী সিটির পাবলিক স্কুলের সাবেকশিক্ষক হেলাল আবু শেখকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান। বক্তারা আসন্ন নির্বাচনে হেলাল আবু শেখকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। বক্তারা আরো বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে এ গুরুত্বপূর্ণ নির্বাচনে হেলাল শেখের পাশে দাঁড়ালে তার বিজয় সুনিশ্চিত।
ফান্ডরেজিং ডিনারে কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ সবসময় বাংলাদেশীসহ ইমিগ্র্যান্টদের পাশে থাকার অঙ্গীকার পুন:ব্যক্ত করেন। তিনি বলেন, পাবলিক স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহসহ বাংলাদেশীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।

হেলাল শেখ বলেন, নিউইয়র্ক সিটি কলেজ অব টেনোলজিতে অধ্যয়নকালে তিনি দক্ষিণ এশিয়ানদের মধ্যে সর্ব প্রথম স্টুডেন্ট গভর্ণমেন্ট এসোসিয়েশনের ভিপি নির্বাচিত হন। সে অভিজ্ঞতা ও সবার সহযোগিতা নিয়ে প্রথম বাঙালীকাউন্সিলম্যান হিসেবে কমিউিনিটির সেবা করার সুযোগ চান তিনি। তিনি বলেন, আল্লাহ তাকে অনেক দিয়েছেন। তার চাওয়া-পাওয়ার কিছু নেই। শুধু কমিউনিটির সেবায় নিজকে উৎসর্গ করতে চান। সিটি কাউন্সিলে বাংলাদেশী-আমেরিকানদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখতে চান।

অনুষ্ঠানে হেলাল আবু শেখ তাকে সার্বিকভাবে সমর্থনের জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী বদরুল হক,বিশিষ্ট মুরব্বী মাহবুব চৌধুরী, ইউএসএ বাংলাদেশী অর্গানাইজেশন এর সভাতি  ইকবাল আহমদ মাহবুব,মূলধারার রাজনীতিক ওয়াল্টার ক্যাম্বল,
ব্যবসায়ী  এমাদ চৌধুরী,শিক্ষাবিদ ড. মাহমুদুর রহমান চৌধুরী, প্রফেসার আমিনুল হক চুন্নু, ব্যান্ডস-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও টাস্ট্রিবোর্ড চেয়ারম্যান আবদুস শহীদ।

বিশিষ্ট কমিউনিটি এক্টিভিটস  মোস্তফা কামাল,বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি হাজী মনির আহমদ, রিয়েল্যাটর  মঈনুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ডস অব হেলাল এ শেখ ফান্ডরেজিং কমিটির কনভেনার কবির চৌধুরী, মেম্বার সেক্রেটারী আতাউল গনি আসাদ, আনোয়ার খান, তাসবিক হোসেন, হেলাল আবু শেখের মেয়ে মাইশা শেখ প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ওজনপার্কের আল আমান মসজিদের প্রাক্তন সভাপতি সামছুদ্দীন সেনাই,
ছাতক সমিতির প্রাক্তন সভাপতি আবদুল জলিল, আবদুর রউফ মুকুল, কৃষক লীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী নিজাম উদ্দিন,বায়তুল মা'মুর মসজিদ এন্ড কমিউনিটি সেন্টারের সেক্রেটারী মুহাম্মদ এম সুজন,ট্রাস্টি সদস্য আমিনর রসুল জমশেদ,ডাক্তার তানিয়া মুকিত শেখ, নিউইয়র্কের  তরুণ ব্যবসায়ী বেলাল উদ্দীন,
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির প্রাক্তন  সভাপতি মখন মিয়া, সেক্রেটারী আবদুল মনাফ, আবিদুর রহমান,হাজী আবদুর রহমান মঈনুজামান চৌধুরী, বেলাল আবু শেখ সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম,সৈয়দ ইলিয়াস খসরু,সুলতানা রহমান, মিসবা উদ্দীন,  প্রমুখ।

উল্লেখ্য সিলেটের বিশ্বনাথের বিশিষ্ট সমাজ সেবক মরহুম মুক্তিযোদ্ধা এডভোকেট তজম্মুল আলীর চতুর্থ সন্তান হেলাল আবু শেখ ১৭ বছর বয়সে যুক্তরাষ্ট্র অভিবাসী হন। আসার পর থেকেই নিউইয়র্কে বসবাস করছেন।

তিনি নিউইয়র্ক সিটি কলেজ অব টেনোলজি থেকে কম্পিউটার ইনফরমেশন বিষয়ে ব্যাচেলর করেন। এ কলেজে অধ্যয়নকালে তিনি দক্ষিণ এশিয়ানদের মধ্যে বিপুল ভোটে সর্ব প্রথম স্টুডেন্ট গভর্ণমেন্ট এসোসিয়েশনের ভিপি নির্বাচিত হন। পরে ব্রুকলীন কলেজ থেকে গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এর পর নিউইয়র্ক সিটি বোর্ড অব এডুকেশনের অধীনে পাবলিক স্কুল শিক্ষক হিসেবে কর্ম জীবন শুরু করেন। ২০১৩ সালে সিটি কাউন্সিলম্যান পদে নির্বাচনের প্রাক্কালে শিক্ষকতার পদ থেকে অবসর নেন। সে থেকে পূর্ণকালীন রাজনীতিক-সামাজিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন সাবেক মাধ্যমিক স্কুল শিক্ষক হেলাল আবু শেখ। ডিস্ট্রিক্ট ৩৭ ব্রুকলীন থেকে কাউন্সিলম্যান পদে প্রার্থী হয়ে হেলাল আবু শেখ দক্ষিণ এশিয়ানদের মাঝে ব্যাপক আস্থা অর্জন করতে সক্ষম হন।

নিউ ভিশান, নিউ ডিরেকশান – এ স্লোগানকে সামনে নিয়ে নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়েপার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) থেকে কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজকর্মী হেলাল আবু শেখ। ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ এর নির্বাচনী সমাবেশ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ