আওয়ার ইসলাম : বর্তমানে মুসলিম মহিলাদের সামর্থ্য বেড়েছে অনেক। ফলে মহিলা হাজিদের সংখ্যাও কম নয়। প্রশ্ন হলো, নিরাপত্তা নিশ্চিত বা দলবদ্ধভাবে হজ্জে গেলে তাদের প্রত্যেকের মাহরাম (যাদের সঙ্গে বিয়ে হারাম) সাথে থাকতে হবে নাকি কোনো একজনের মাহরাম থাকলেই চলবে। না কি কারোই মাহরাম না থাকলে চলবে?
উত্তর : মহিলারা দলবদ্ধভাবে হজে গেলেও তাদের প্রত্যেকের নিজ নিজ মাহরাম সঙ্গে থাকতে হবে। মাহরাম ছাড়া কোনো মহিলা হজে যেতে পারবে না।
মসজিদ কি স্থানান্তর করা যায়? ইসলাম কী বলে?