জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজা আবিদা সুলতানা লিমা ৫ম স্থান অর্জন করেছেন। লিমা সালামাত উল্লাহ পরিচালিত মারকাজুল হাফেজা ইন্টারন্যাশনাল হিফজ মহিলা মাদরাসার ছাত্রী।
গত ২৯ মার্চ থেকে রাজধানী আম্মানে দেশটির ‘আওকাফ ও ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়’ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হয়।
এ প্রতিযোগিতায় বিশ্বের ৬৫ দেশের প্রতিনিধিরা অংশ গ্রহণ করে। সাত দিন ব্যাপী এ প্রতিযোগিতা শেষ হয় ৩ এপ্রিল।
জর্ডানের আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রনিতিধি হাফেজা আবিদা সুলতানা লিমার সাফল্যে খুশি তার পরিবার ও শিক্ষকগণ। তার এ অর্জন বাংলাদেশের সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রইলো।
আরএফ
ইফার সমাবেশ ৩টায়; সারাদেশ থেকে উপস্থিত হচ্ছে লক্ষাধিক মানুষ
পর্যটকদের ইসলামের প্রতি আকৃষ্ট করতে আল আজহারের অভিনব পদ্ধতি
স্বীকৃতির চলমান প্রক্রিয়ায় : তিন শিক্ষাবিদ আলেমের মিশ্র প্রতিক্রিয়া