হাওলাদার জহিরুল ইসলাম
দারুল উলুম দেওবন্দ থেকে
[caption id="attachment_20152" align="alignleft" width="500"] দেওবন্দের দাওরায়ে হদিসের দরসের একাংশ[/caption]
উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দে আজ সকালে শেষ হলো সিহাহা সিত্তার ২য় কিতাব মুসলিম শরিফ ১ম খণ্ড-এর দরস৷
বরাবরের মতো এ বছরও কিতাবটির দরস প্রদান করেন, দারুল উলুম দেওবন্দের সাবেক সদরুল মুদাররিসিন শায়খ আল্লামা ইবরাহিম বলিয়াভী রহ. এর খাস শাগরেদ এবং হারদুঈ হজরত মাওলানা শাহ আবরারুল হক রহ. -এর খলিফা, শায়খ আল্লামা কমরুদ্দিন।
গত ৪২ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে এই মুসলিম শরিফের দরস প্রদান করে আসছেন তিনি৷
স্বীকৃতির জন্য ঐক্যের ফর্মুলা খোঁজছেন আলেমরা
আগামী ১৭ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে দারুল উলুম দেওবন্দের ষান্মাষিক পরীক্ষা৷ অন্যান্য উস্তাদদের দরস চললেও পরীক্ষার প্রস্তুতির দিকে খেয়াল রেখে হজরত আজই দরসের সমাপ্তি টানেন৷ ইবারত শেষ হলে হজরত দাওরায়ে হাদিসের ছাত্রদের হাদিস বর্ণনার এজাজত দেন।
এ সময় ছাত্রদের দিকনির্দেশনামূলক কিছু উপদেশে বরেন, ‘দারুল উলুম দেওবন্দ থেকে ফারেগিন সবাইকে দীনের খেদমতে লেগে যাওয়া উচিত৷ পঠন-পাঠনের দায়িত্ব পালন করা উচিত৷ একজন ফারেগ ছাত্রকে কমপক্ষে ১৫ বছর দরস-তাদরিস লেগে থাকা উচিত৷ তবেই ইলমের মাঝে গভীরতা আসবে৷’
আল্লামা কমরুদ্দিন হজরতের সিলসিলায়ে সনদ
শায়খ আল্লামা কমরুদ্দিন, তার শায়খ আল্লামা ইবরাহিম বলিয়াভী, তার শায়খ হজরত শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী রহ. তার শায়খ হুজ্জাতুল ইসলাম হজরত মাওলানা কাসেম নানুতাবী রহ., তার শায়খ হজরত আবদুল গণী মুজাদ্দেদী রহ., তার শায়খ হজরত শাহ ইসহাক রহ., তার শায়খ হজরত শাহ আবদুল আজিজ রহ., তার শায়খ মুসনাদুল হিন্দ হজরত শাহ ওলীউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহ., তার শায়খ হজরত আবু তাহের কুরদি মাদানি রহ. ।
আরআর