সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ।। ১ বৈশাখ ১৪৩২ ।। ১৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতের ওয়াকফ বিল: অভিযান শুরু, বন্ধ করে দেওয়া হলো ১৭০ মাদরাসা ‘জাতি এবার হিন্দুত্ববাদ প্রভাবমুক্ত বাংলা নববর্ষ উদযাপন করল’ বানিয়াচংয়ে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবারও ঢাকা-চট্টগ্রামে হজ প্রশিক্ষণ দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন ইরানের প্রতিরক্ষা নীতি ও পশ্চিমা হুমকি: যুদ্ধ কি অনিবার্য? মাদ্রাসা শিক্ষার্থী মানেই অনিশ্চিত গন্তব্যের যাত্রী নয়, চাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ওয়াকফ বিল বাতিলে ভারতীয় দূতাবাস অভিমুখে খেলাফতের গণমিছিল আরজাবাদ মাদরাসারও শায়খুল হাদিস হলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক সারা দেশে জুমার জামাতের সময় নির্ধারণ, সুবিধা-অসুবিধা ময়নাতদন্ত শেষে মাদরাসা ছাত্র জুলাই-শহীদ রাব্বির পুনঃদাফন

কওমি মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে ওয়েব ডেভেলপমেন্ট  ও কম্পিউটার প্রোগ্রামিং কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সম্পূর্ণ বিনামূল্যে দাওরায়ে হাদীস উত্তীর্ণ কওমি মাদরাসা শিক্ষার্থীদের জন্য অনলাইনে ইংরেজি , গণিতসহ ওয়েব ডেভেলপমেন্ট  ও প্রফেশনাল কম্পিউটার প্রোগ্রামিং কোর্স আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা যায়, কোর্সটি  :  ১৭ এপ্রিল ( বুধবার ) অনলাইনে কোর্সটি অনুষ্ঠিত হবে।

যা থাকছে কোর্সে-

  1. English reading and listening + Google search - first 6 months (1 day a week)
  2. English writing and speaking - last 6 months (1 day a week)
  3. Maths - first 5 months (1 day a week)
  4. Html + CSS (Tailwind CSS) - first 2 months (3 days a week)
  5. Basic Javascript + React - next 3 months (3 days a week)
  6. Advanced Javascript + Problem solving - next 4 months (4 days a week)
  7. Nodejs express + Database - last 3 months (4 days a week)

কোর্স সম্পর্কিত তথ্য নিচে তুলে ধরা হলো-

কোর্সের মেয়াদ : ১ বছর।

ক্লাস শিডিউল :  সপ্তাহে ৫ দিন : শুক্র, শনি, সোম, মঙ্গল ও বৃহস্পতিবার।

ক্লাসের সময়: ২ ঘণ্টা। ( ফজরের আধা ঘণ্টা পর ক্লাস শুরু )

কোর্স শিক্ষক :  Google এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং প্রথম শ্রেণির সফটওয়্যার ডেভেলপারগণ।

কোর্সে অংশগ্রহণের শর্তাবলী-

১। দাওরায়ে হাদীসের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

২। অংক ও ইংরেজির প্রাথমিক ধারণা এবং কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কিত প্রাথমিক নলেজ থাকতে হবে;

৩। নিজস্ব ল্যাপটপ বা কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

৪। প্রতিদিন ৬-৮ ঘণ্টা অবশ্যই অনুশীলন করতে হবে। 

৫। প্রতিটি ক্লাসে অবশ্যই প্রথম থেকে উপস্থিত থাকতে হবে।

ক্লাস শুরু :  ১৭ এপ্রিল ২০২৪ ইং, বুধবার।

আবেদনের সর্বশেষ তারিখ : ১৫ এপ্রিল ২০২৪ ইং। 

কোর্সের অন্তর্ভুক্ত প্রতিটি ধাপ শেষ হওয়ার পর পরীক্ষা অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে পরবর্তী ধাপে সুযোগ দেয়া হবে।

আগ্রহী শিক্ষার্থীগণ নিচের লিংকে দেয়া আবেদন ফরমটি পূরণ করুন।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfZYSb_ph3UyUv7of4GlHZQvJb_sMjZ_I2wvru_ecV-JEKbkA/viewform?usp=sf_link

আয়োজনে: কওমি আইটি সেন্টার, জনতাবাগ, দনিয়া, কদমতলী, ঢাকা।

যোগাযোগ: ০১৯১২৩০৪৭৫২ (হোয়াটসআ্যপ), ই-মেইল : qawmiitcenter@gmail.com

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ