সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

মাহে রমযানে যাত্রাবাড়ি মাদরাসায় ইলমি-আমলি যত আয়োজন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| রিদওয়ান হাসান ||

মাদরাসার বার্ষিক পরীক্ষার বন্ধ ও পবিত্র মাহে রমযানের ছুটিতে নিরবচ্ছিন্ন ইলমি-আমলি পরিবেশে মাসব্যাপী ব্যতিক্রমী নানা আয়োজনে মুখরিত থাকে যাত্রাবাড়ি বড় মাদরাসা। সারাদেশ থেকে ইলমপিপাসু তালিবুল ইলম, ওলামায়ে কেরাম ও সালেকিনের পদভারে পবিত্র রমযান মাসজুড়ে সুন্নতি পরিবেশ বিরাজ করে মাদরাসার প্রাঙ্গণে।

ইসলাহি মসলিস, তারাবিহ ও তাফসির, ইতিকাফ, তাসহিহে কুরআনে কারিম ও নূরানী প্রশিক্ষণ কোর্স, ক্বারী আনিস সাহেবের হদর মশক ও শিক্ষক প্রশিক্ষণ কোর্স, উচ্চতর কেরাত প্রশিক্ষণ কোর্স, মশকে আমলী, আরবি ভাষা ও সাহিত্য কোর্স, দরসে নাহু কোর্স, আরবি ও বাংলা হস্তলিপি প্রশিক্ষণ ইত্যাদি নানা আয়োজনে মুখর থাকে মাদ্রাসা প্রাঙ্গণ। থাকছে খত্তে নসখ, খত্তে রুকআ ও খত্তে সুলুসের বিশেষ প্রশিক্ষণ কোর্স।

মাসব্যাপী বিভিন্ন আয়োজন

ইসলাহি মজলিস:  রমযান মাসে প্রতিদিন বেলা ১১টা থেকে জোহর নামাজের আগপর্যন্ত আগত উলামা-হযরাত ও সালেকিনদের উদ্দেশ্যে নিয়মিত ইসলাহি বয়ান করেন বর্তমান বিশ্বের ইসলাহে উম্মতের অন্যতম রাহবার মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান দা. বা.। ইসলাহি মজলিস সকলের জন্য উন্মুক্ত।

তারাবিহ ও তাফসির: প্রতিদিন তারাবি নামায আদায় শেষে তেলাওয়াতকৃত অংশের তাফসির করেন মুহিউস সুন্নাহ হযরত নিজেই। এ তাফসির প্রায় ১২টা পর্যন্ত চলে, তারপর হৃদয় নিংড়ানো মোনাজাত। (সকলের জন্য উন্মুক্ত)

ইতিকাফ: যাত্রাবাড়ি মাদরাসায় মসজিদে দেশের নানান প্রান্তের আলেম-উলামা, সরকারি-বেসরকারিসহ সকল শ্রেণি পেশার লোকজনের ইতেকাফ করার সুব্যবস্থা এবং নিজের ইসলাহে নফসের জন্য মুহিউস সুন্নাহ হযরতের সাথে চিঠি বরাতে বা সরাসরি কথোপকথন-পরামর্শের নেয়ার ব্যবস্থা থাকে। (আল্লামা আহমাদ ঈসা সাহেব দা. বা. এর সাথে আলোচনা সাপেক্ষে)

তাসহিহে কুরআনে কারিম কোর্স : সহিহ-শুদ্ধভাবে কুরআন পড়তে পারে না—এমন লোকদেরকে মাখরাজ ও মশকের মাধ্যমে কুরআন শেখার সু-ব্যবস্থা রয়েছে। এ কার্যক্রমটি সম্পূর্ণ মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের তত্ত্বাবধানে পরিচালিত।

নূরানী প্রশিক্ষণ কোর্স: দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে মসজিদ ও মাদরাসার ইমাম-মুয়াজ্জিন এবং শিক্ষকদের জন্য নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স। এটিও মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের তত্ত্বাবধানে পরিচালিত।

হদর মশক ও শিক্ষক প্রশিক্ষণ কোর্স:  দেশব্যাপী কুরআনের মাশহুর উস্তাদ শাইখুল কুররা ওয়াল হুফফাজ মাওলানা ক্বারী আনিসুর রহমান দা. বা. এর সরাসরি প্রশিক্ষণে পরিচালিত কুরআনের হদর মশক ও সিফাত চর্চার বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কোর্স। কোর্সটির জন্য সারাবছর অপেক্ষা করেন তালিবুল ইলম ও শিক্ষকগণ। দুটি ভিন্ন ভিন্ন ব্যাচে কোর্সটির আসন সংখ্যা সীমিত।

উচ্চতর কেরাত প্রশিক্ষণ কোর্স : যাত্রাবাড়ি মাদরাসার কেরাতে হাফস ও কেরাতে সাবআ বিভাগের অধীনে উচ্চতর কেরাত প্রশিক্ষণ কোর্সটি কেরাতের নানাবিধ আলোচনা ও উসুল নিয়ে সাজানো। কোর্সটি পরিচালনা করবেন কেরাতে হাফস ও কেরাতে সাবআর উস্তাদবৃন্দ।

আরবি ভাষা ও সাহিত্য কোর্স: আরবি ভাষা সাহিত্য ও উচ্চতর আদব ও উসুলের কোর্সটি আরবি সাহিত্যের অনুরাগী শিক্ষার্থীদের জন্য দারুণ এক সুযোগ। কোর্সটি মাদরাসার আদব বিভাগের মুশরিফ মাওলানা হাম্মাদ রাহমানী নদভী দা. বা. এর নেগরানিতে পরিচালিত।

দরসে নাহু কোর্স: নাহু-সরফ ও আরবি ব্যাকরণে দুর্বল ছাত্রদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে তোলা এই মাসব্যাপী কোর্সের লক্ষ্য। কোর্সটি পরিচালনা করবেন জামিয়ার নাহু-সরফ বিশেষজ্ঞ উস্তাদবৃন্দ।

মশকে আমলী:  রমযানে প্রতিদিন বাদ জোহর আগত সকল মুসল্লিদেরকে আযান-ইকামাত, অজু গোসল, নামাজ, দাফন-কাফনসহ মানুষের দৈনন্দিন জীবনের দ্বীনি সকল বিষয়ে মশকে আমলী বা প্রাকটিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। সকলের জন্য উন্মুক্ত।

এছাড়াও থাকছে আরবি ও বাংলা হস্তলিপি প্রশিক্ষণ কোর্স, খত্তে নসখ, খত্তে রুকআ ও খত্তে সুলুসের বিশেষ প্রশিক্ষণ কোর্স, ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে কোর্স এবং ইংরেজি শিক্ষার বেসিক কোর্স।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ