মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৮ মাঘ ১৪৩১ ।। ১২ শাবান ১৪৪৬

শিরোনাম :
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: মির্জা ফখরুল স্টলে ইসলাম বিদ্বেষী তসলিমার বই রাখা নিয়ে বইমেলায় উত্তেজনা ঢাকায় হাসপাতালে আল্লামা সুলতান যওক নদভী প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক শুরু এজেন্সির গাফিলতিতে কেউ পবিত্র হজ করতে না পারলে ব্যবস্থা : ধর্ম উপদেষ্টা সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা সিলেট মহানগর জমিয়তের কমিটি ঘোষণা দ্বীনিয়াতের কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান: সংকট ও সমাধানের উপায় চ্যালেঞ্জ সামনে নিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা

ফেসবুক-ইউটিউব আপনার প্রচুর সময় খেয়ে ফেলছে? বাঁচার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন ||

অনেকেই বলে থাকেন ফেসবুকে ঢুকলে আর কোন খেয়াল থাকে না, নিজের অজান্তেই ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যায়। আমি তাদেরকে বলি, আমি ফেসবুকে ঢোকার পর পনের মিনিট গেলেই আমার মোবাইলে একটা রিমাইন্ডার বক্স ভেসে ওঠে, যাতে লেখা থাকে- আপনার নির্ধারিত পনের মিনিট সময় পার হয়ে গেছে। তখনই আমি ফেসবুক থেকে বের হয়ে আসি। বিশেষ কোন দেখার বিষয় থাকলে ভিন্ন কথা। আপনি পনের মিনিট হোক বা কম বেশ একটা সময় নির্ধারিত করে নিন। তাহলে সেই সময় পার হয়ে গেলে আপনার মোবাইলেও এমনটা দেখাবে। তখনই বের হয়ে আসবেন। তাহলে ফেসবুক আপনার অজান্তে আপনার সময় খেয়ে নিতে পারবে না। একটা সহজ সেটিংসের মাধ্যমে আপনি এটা করে নিতে পারবেন।

ফেসবুকে ঢোকার পর স্ক্রিনের উপর দিকে ডান পাশে আপনার আইডি বা পেজের প্রোফাইল আইকন দেখতে পাবেন। তাতে ঢুকে Settings অপশনে যাবেন। তারপর Your time on Facebook অপশনে ঢুকলে Manage your time অপশন পাবেন। তার মধ্যে গিয়ে Daily time reminder য়ে আপনার ইপ্সিত সময় সেট করে নিবেন।

ইউটিউবেও প্রোফাইল আইকনে ঢুকে Remind me to take a break অপশন থেকে আপনার সময় সেট করে নিতে পারবেন।

ফেসবুক ও ইউটিউবে আপনার সময় নিয়ন্ত্রণ করুন। বহুমুখী ক্ষতি থেকে বাঁচার জন্যই এটা করুন। Mental diversion তথা চিত্তবিক্ষেপ থেকে বাঁচার জন্যই এটা করুন।

ফেসবুক ইউটিউবে খুব বেশি সময় ব্যয় করলে নানান তাল-বেতালের জিনিস দেখে ও পড়ে আপনার যেহেনে এনতেশার আসবে, মনোযোগ বিক্ষিপ্ত হবে, চিত্তবিক্ষেপ ঘটবে। যা আপনাকে লেখা-পড়া, রিসার্চ-গবেষণা ও ইবাদত-বন্দেগির একনিষ্ঠতা ও ঐকান্তিকতা থেকে দূরে সরিয়ে দিবে। আপনার বহু জরুরি কাজে ব্যাঘাত ঘটাবে। এমনকি আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও পরিবার সদস্যদের সাথে ঘনিষ্ঠতাও ক্ষতিগ্রস্ত করে দিবে। ফেসবুক ইউটিউবের তাল-বেতালের পোস্ট দেখে আমরা আমাদের জীবনের মহামূল্যবান সময় নষ্ট করে দিতে পারি না। আল্লাহ আমাদের হেফাজত করুন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ