শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


ফেসবুকে ইভেন্ট তৈরির সহজ পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্তমানে বিশ্বের মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক অন্যতম। ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে এটি নিয়মিত ব্যবহার করা হয়। আবার অনেকেই এখানে আলোচনা সভা, অনুষ্ঠান বা কর্মশালা আয়োজনের আগে আগ্রহীদের বিস্তারিত তথ্য জানাতে ইভেন্ট তৈরি করেন। যার মাধ্যমে অনুষ্ঠানের উদ্দেশ্য, আলোচনার বিষয়, স্থান ও সময়সহ বিভিন্ন তথ্য সহজেই অন্যদের জানানো যায়।

এ ছাড়াও আগ্রহী ব্যক্তিরা ‘গোয়িং’ বা ‘ইন্টারেস্টেড’ অপশন নির্বাচন করে ইভেন্ট সম্পর্কে নিজেদের আগ্রহও প্রকাশ করতে পারেন। এবার চলুন ফেসবুকে ইভেন্ট তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক:

স্মার্টফোনে ইভেন্ট তৈরির পদ্ধতি

১. স্মার্টফোন থেকে ফেসবুকে ইভেন্ট তৈরির জন্য প্রথমেই ফেসবুকের ওপরের ডান দিকে থাকা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে।

২. এরপর পরের পৃষ্ঠায় প্রদর্শিত অপশন থেকে ‘ইভেন্টস’ নির্বাচন করে ওপরে থাকা ‘প্লাস’ আইকনে ট্যাপ করতে হবে।

৩. এবার অনুষ্ঠানের ব্যানার বা লোগো কাভারে দিয়ে ইভেন্টের নাম, তারিখ ও সময় লিখতে হবে।

৪. এবার ইভেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য যুক্ত করে ‘ক্রিয়েট ইভেন্ট’ ট্যাবে ক্লিক করলেই নতুন ইভেন্ট তৈরি হয়ে যাবে।

কম্পিউটারে ইভেন্ট তৈরির পদ্ধতি

১. কম্পিউটার থেকে ফেসবুকে ইভেন্ট তৈরির জন্যও প্রথমে ফেসবুকের বাম দিকে থাকা মেনুবার থেকে ‘ইভেন্টস’অপশনে ক্লিক করতে হবে।

২. এরপর পরের পৃষ্ঠায় ‘ক্রিয়েট নিউ ইভেন্ট’ অপশন নির্বাচন করলেই একটি পপআপ বক্স চালু হবে।

৩. এবার সেখানে অনুষ্ঠানের ব্যানার বা লোগো কাভারে দিয়ে ইভেন্টের নাম, তারিখ ও সময় লিখতে হবে।

৪. এরপর নিচে স্ক্রল করে ইভেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য যুক্ত করে ‘ক্রিয়েট ইভেন্ট’ ট্যাবে ক্লিক করলেই নতুন ইভেন্ট তৈরি হয়ে যাবে।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ