বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খালেদা জিয়াকে পেয়ে সেনাকুঞ্জ গর্বিত: প্রধান উপদেষ্টা লক্ষ্মীপুর মারকাযুন নূরে ১১ মাসে হাফেজ হল ১১ বছরের শিশু আফসার যেসব অভ্যাস নীরবে মস্তিষ্কের ভয়াবহ ক্ষতি করে বৈষম্য ও অন্যায় নির্মূলে খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই: মজলিস আমীর আওয়ামীলীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান খেলাফত মজলিসের দেশে ফিরে যে স্বপ্নের কথা বললেন বিশ্বজয়ী হাফেজ আনাস প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময় ‘সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে’ ‘পরিবারে মতভেদ বাগ্‌বিতণ্ডা হবে, কিন্তু কেউ কারও শত্রু হবো না’ সিইসি হলেন সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন

কোন ভিডিও ইউটিউবে সবচেয়ে বেশি মানুষ দেখেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

বর্তমান সময়ে ইউটিউবার হওয়াও একটি পেশা৷ ইউটিউবে অনেক ধরনের চ্যানেল আছে৷ কিন্তু কোন চ্যানেল ও ভিডিওগুলো মানুষ সবচেয়ে বেশি দেখেন? কী ভাবছেন? কোনো হলিউড বা বলিউডের গানের ভিডিও বা চ্যানেল? জানলে অবাক হবেন কোনো সিনেমার গান বা চ্যানেল মানুষ বেশি দেখেন না৷

একনজরে দেখে নিন কোন চ্যানেলগুলো ইউটিউবে মানুষ সবচেয়ে বেশি দেখেন-

১. দ্বিতীয় স্থানে আছে লুইস ফনসির ‘ডেসপাসিটো’ গান। এই ভিডিওটির ভিউ ৮.২৩ বিলিয়ন৷ এটি ২০১৭ সালের ১২ জানুয়ারি ইউটিউবে লঞ্চ করা হয়৷

২. বেবি শার্ক ড্যান্স ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ নিয়ে তালিকায় এক নম্বরে আছে। এটি ১৭ জুন, ২০১৬ সালে আপলোড করা হয়। এই ভিডিওটির ভিউ ১৩.১৮ বিলিয়ন৷ এটি একটি ছোটদের গান, শিশুদের বেশ পছন্দের গানের ভিউ সবচেয়ে বেশি৷

৩. ভিউর দিক থেকে তিন নম্বরে আছে ছোটদের একটি গান৷ অতিপরিচিত ছোটদের গান ‘জনি জনি ইয়েস পাপা’ ৬.৭৬ বিলিয়ন ভিউজ পেয়ে বিশ্বে তিন নম্বরে৷ ২০১৬ সালে এটি লুলু কিডস-নার্সারি রাইমস এটি আপলোড করে৷

৪. পপ-গায়ক এড শিরানের ‘শেপ অফ ইউ’ গানটি ইউটিউবে ভিউওর দিক থেকে পাঁচ নম্বরে আছে৷ এ পর্যন্ত এই গান ৬.০৬ সংখ্যক মানুষ ইউটিউবে দেখেছেন৷

৫. তালিকায় চার নম্বরে আছে একটি নার্সারি রাইম৷ ‘বাথ সং’ বা গোসলের গান শিরোনামের এই গানই ভিউওর দিক থেকে চার নম্বরে৷ এই গানের ভিউ ৬.৩৩ বিলিয়ন৷ কোকোমেলন-নার্সারি রাইমস এই গান ২০১৮ সালে আপলোড করে।

টিএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ