দেশের প্রাচীন ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান চট্রগ্রামে অবস্থিত জামিয়া আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীতে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল।
জানা যায়, বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় জামিয়ার দারুল হাদিসে এ অনুষ্ঠানের আয়োজেন করা হবে।
অনুষ্ঠানে জামিয়ার মুহতামিম মুফতি খলীল আহমদ, শায়খুল হাদিস আল্লামা শেখ আহমদ, শিক্ষাসচিব মুফতি কিফায়াতুল্লাহ সহ অন্যান্য উস্তাদগণ উপস্থিত থাকবেন।
জামিয়া সূত্রে জানা গেছে, বিগত শিক্ষাবর্ষ ১৪৪৪-৪৫ হিজরীর বার্ষিক পরীক্ষায় মুমতাজ বিভাগে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদেরকে পুরষ্কৃত করা হবে। এছাড়া সাধারণ শিক্ষা বিভাগের প্রতি জামাতের শীর্ষস্থান অর্জনকারী ১২ জন, তাখাসস বিভাগসমূহে শীর্ষস্থান অর্জনকারী ১০ জন এবং হেফজখানার দুই সেশনের শীর্ষস্থান অর্জনারী ২ জনসহ ২৪ জন ছাত্রকে বিশেষ পুরষ্কার দেওয়া হবে।
সভা প্রসঙ্গে শিক্ষাসচিব মুফতি কিফায়াতুল্লাহ প্রতিবেদককে জানান, শিক্ষার গুণগত মান উন্নত করতে এবং শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে পুরস্কার বিতরণ এক অনন্য উদ্যোগ। শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং তাদের মেধা বিকাশে সহায়ক হতে পারে এই উদ্যোগ। প্রতি বছর কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে কাজ করে, যা অন্যদেরও আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, দারুল উলুম দেওবন্দসহ দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণের প্রচলন আছে। আলহামদুলিল্লাহ, দারুল উলূম হাটহাজারীতেও গত কয়েক বছর ধরে এই নিয়ম চালু করা হয়েছে। এটি শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের মনোযোগী ও উৎসাহিত হওয়ার একটি শক্তিশালী মাধ্যমও বটে।
এনএ/