|| নাজমুল হুদা মজনু ||
মহীয়ান গরিয়ান স্রষ্টার সৃষ্টি
অন্ধকার অমানিশা ছিঁড়ে;
সুপ্ত স্বপ্নের স্রোত পাড়ি দিয়ে
আনে সজীব সোনালী সোপান
প্রমত্তা পদ্মা-মেঘনার তীরে।
তুমুল তারুণ্য তীব্র তরঙ্গে
মহা দুর্যোগে দেয় সাঁতার;
আসমানী শক্তিতে বলীয়ান
বীরের দল
প্রাণপণ দৃপ্ত কাতার।
সত্য ন্যায়ের ঝাণ্ডা হাতে
ফিরিয়ে আনতে অধিকার;
জালিমের প্রাসাদে পদাঘাতে
নির্ভীক সবে
ভাঙো আজ পাষাণ দুয়ার।
মরার ভয়ে ধরার বুকে পরাজয় কেন বলো—
সামনে সবার আছে কবর;
ভাঙনের পর আসবে এবার
বিজয় বার্তা-নয়া খবর।
কেএল/