ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত “ওয়াকফ সংশোধনী বিল ২০২৫” বাতিল এবং চলমান মুসলিম নিধন বন্ধের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) রাজধানীতে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করেছে।
বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বাদ জোহর শুরু হয়ে এ গণমিছিল ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা করবে। কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মুহাম্মাদ মামুনুল হক।
এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন মিডিয়া ও সংবাদ সংস্থাগুলোকে ১ জন রিপোর্টার এবং ১ জন ফটোসাংবাদিক বা ক্যামেরাম্যান প্রেরণের আহ্বান জানানো হয়েছে।
মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কর্মসূচির সঠিক প্রচার ও গণমানুষের দৃষ্টিগোচরে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
এমএইচ/