বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ।। ৩ বৈশাখ ১৪৩২ ।। ১৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
শোভাযাত্রায় অংশ না নেওয়ায় ইবির খালেদা জিয়া হলের ছাত্রীদের খাবার বন্ধ বানিয়াচংয়ে বোরো ধান কাটার উৎসব পদ্মার চরে ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক মানুষের চিকিৎসা সেবা শামীমাবাদ মাদরাসায় দাওরায়ে হাদীস জামাত ও ইফতেতাহী সবকের আনুষ্ঠানিক উদ্বোধন ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর গাড়ি বহরে হামলার অভিযোগ আস-সুন্নাহর মাধ্যমে আবদুর রশিদের ভাগ্য ফেরার গল্প এবার ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ জামাত আমির ও মার্কিন কূটনীতিকের বৈঠক: নির্বাচন ও মানবাধিকার নিয়ে আলোচনা দেশের চলমান পরিস্থিতিতে সমমনা ইসলামী দলসমূহের বৈঠক অনুষ্ঠিত প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন সম্ভব নয় : নাহিদ

নির্বাচনী সম্ভাবনা কাজে লাগাতে ইসলামি দলগুলোর করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা শরীফ মুহাম্মদ

আলেম-উলামাভিত্তিক ইসলামি রাজনৈতিক দলগুলোর একটি ভালো নির্বাচনী সম্ভাবনার সময় যাচ্ছে এ মুহূর্তে। এ সুযোগ কাজে লাগানোর সম্ভাব্য চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ। সংস্কার, বিচার, ইন্তেরিমের মেয়াদ বৃদ্ধি-যাই চলুক নির্বাচনের প্রস্তুতিটাই এখন দলগুলোর সামনে, এমনকি সরকারের গাড়িও শিগগির নির্বাচনের রাস্তায় উঠে যাবে বলে মনে হচ্ছে।

লক্ষণীয় ব্যাপার হলো, বিএনপি, এনসিপি, জামায়াত; প্রায় প্রতিটি দলের জনপ্রিয়তা ও সম্ভাবনা গত কয়েক মাসে কমেছে, ভিন্ন ভিন্ন কারণে। এ অবস্থাটা সামনের মাসগুলোতে আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এ সময়টাতে ইসলামি আন্দোলনসহ অপরাপর দলগুলো জোট করে ৩৫/৪০টি আসন টার্গেট করে কাজ শুরু করতে পারে। এবং প্রাথমিক এই জোট নিয়ে বড়/আলোচিত কোনো দল বা প্লাটফর্মের সাথে নির্বাচনী অ্যালায়েন্স হতে পারে।

তবে, হেফাজতে ইসলামকে, হেফাজতের নাম ব্যানার ইমেজ ও প্রেশারকে নির্বাচনী জোট কিংবা আসন সমঝোতায় দর কষাকষির উপলক্ষ হিসেবে ব্যবহার করার চেষ্টা করাটা ভুল হবে। দলীয় রাজনীতিমুক্ত প্লাটফর্ম হেফাজতের নেতৃত্বে থাকা নির্বাচনমুখি রাজনৈতিক নেতারা এ কথাটা মাথায় রাখলে ভালো করবেন। এ জায়গাটায় ভুল করলে নেতারা নির্বাচনের আগেই ভেতরে-বাইরে জটিল বিতর্কে পড়বেন। এবং অরাজনৈতিক সার্বজনীন দীনি প্লাটফরমটির অস্বাভাবিক ও দুর্ভাগ্যজনক সমাপ্তি ঘটবে। এতে জটিলতা আরও বাড়বে।

নির্বাচনের সমঝোতা ও বারগেইনিংয়ের জন্য নিজ নিজ দল ও জোটকে সামনে রাখাটাই বুদ্ধির কাজ হবে। অবশ্য ইসলামি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ক্যাম্পেইন, বক্তব্য, আচরণে আলাদা কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। থাকা দরকার তাদের শর্ট ও লং ম্যানিফেস্টো, অঞ্চল ও বিশ্ব সম্পর্ক ক্ষেত্রে জুতসই পলিসি, ইসলাম ও আধুনিকতার মুখোমুখি ইস্যুর আলোচিত প্রসঙ্গ নিয়ে ভালো বোঝাপড়া, অর্থ বাজার বিনিয়োগ সংখ্যালঘু, নারীসহ কিছু ইস্যুর ক্ষেত্রে কিছু বাড়তি স্পষ্টতা এবং মৌলিকভাবে দীনি রাষ্ট্রনীতি এবং সিস্টেমের মধ্যেও আলেম-ইসলামি মানুষদের দেশসেবার আকর্ষণীয় ও বিশ্বাসযোগ্য উপস্থাপন।

এবং এ জাতীয় আরও কিছু কিছু বিশেষ নির্বাচনী পলিসি ও কৌশল। নির্বাচনী প্রস্তুতি, জোট, আসন সমঝোতা ইত্যাদি প্রয়াসের মধ্য দিয়ে টার্গেট করা ৪০ জনের ভেতর থেকে যোগ্য ও ভালো ইমেজের ১০ জন বের হয়ে এলে সেটাও সুন্দর ব্যাপার হবে এবং অনেক কাজের সম্ভাবনা তৈরি করবে। লেখক: কলামিস্ট, সাংবাদিক ও চিন্তক

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ