দেশের অন্যতম প্রাচীন সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে যখন সব রাজনৈতিক দল নিজেদের আখের গোছাতে ব্যস্ত জমিয়তও সেই পথেই হাঁটছে। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে জমিয়ত নেতারা ইতোমধ্যেই নিজেদের এলাকায় বিভিন্ন ঝটিকা সফর, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কাজে অংশগ্রহণ করছেন।
এলাকার উন্নয়নে, জনগণের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করছেন। জমিয়তে ঘাঁটি হিসেবে পরিচিত সুনামগঞ্জ-২ তথা দিরাই-শাল্লা আসনে জমিয়তের পক্ষ থেকে আগামী নির্বাচনে লড়বেন দলের অন্যতম হেভিওয়েট প্রার্থী, এলাকার জনন্দিত ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও সমাজসেবী ড. মাওলানা শুয়াইব আহমদ। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে তিনি দীর্ঘদিন থেকেই মাঠে-ঘাটে, এলাকার পথে-প্রান্তরে, বিভিন্ন জনপদে, লোকালয়ে, উঠান বৈঠক, বাজার সমাবেশ, সুধী সমাবেশ করে আসছেন।
তিনি নিজ সংসদীয় আসনের উন্নয়নে, দুর্যোগে গণমানুষের পাশে সবসময় উপস্থিত ছিলেন এবং আছেন। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল ও ক্লিনিকের উন্নয়নে তিনি নিজ উদ্যোগে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন। তাঁর সংসদীয় আসন হাওরাঞ্চল এবং কৃষিনির্ভর হওয়ায় প্রতি বছরই বন্যায় কিছু না কিছু ক্ষতি হয়েই থাকে।
সেই ক্ষতি কাটিয়ে উঠতে জনপ্রিয় এই নেতা সব সময় জনগণের পাশে রয়েছেন এবং প্রাকৃতিক এই দুর্যোগ কাটিয়ে তুলতে তিনি নানা পরিকল্পনাও গ্রহণ করেছেন। এছাড়াও দুস্থ অসহায় মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় চিকিৎসা সহজলভ্য করা, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনার শিকার ব্যক্তিদের আর্থিক সহযোগিতা, বেকার মানুষদের কর্মসংস্থান, শীতের সময়ে দরিদ্র অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমজান ও কুরবানির ঈদ উপলক্ষে এলাকার দুস্থ মানুষদের কাছে ঈদ সামগ্রী ও কুরবানির গোশত বিতরণসহ নানামুখী কাজ তিনি নিজ এলাকায় আঞ্জাম দিয়ে যাচ্ছেন।
এলাকার উন্নয়নে ড. মাওলানা শুয়াইব আহমদ ইতোমধ্যেই ১২ দফা পরিকল্পনা গ্রহণ করেছেন এবং নিজের নির্বাচনি প্রতিশ্রুতিও তিনি এর মাধ্যমে প্রকাশ করেছেন। জনগণের কল্যাণে তাঁর গৃহীত ১২ দফা পদক্ষেপ হলো:
- দিরাই-শাল্লা রাস্তা নির্মাণ, মেরামত ও জেলা শহরের সাথে দুই উপজেলার রাস্তা আধুনিকায়ন।
- উপজেলা সদরের সাথে ইউনিয়নসমূহের যোগাযোগব্যবস্থা উন্নয়ন।
- ইরি-বোরো ফসলের স্বার্থে পানি সংরক্ষণ ও নিষ্কাশনের ব্যবস্থা করা।
- বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শক্ত বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
- শাল্লা উপজেলাকে একটি পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা।
- শিক্ষার বিস্তার ও চরিত্রবান সুনাগরিক তৈরি করা।
- সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা।
- স্বাস্থ্যসেবার লক্ষ্যে চিকিৎসার মানোন্নয়ন, অ্যাম্বুল্যান্স সরবরাহ ও আর্সেনিক মুক্ত পানির যোগান দেওয়া।
- শাল্লা উপজেলা সদরে ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠা করা।
- দিরাই পৌরসভাতে উন্নত শিল্প ও শাল্লা উপজেলায়া বৃহৎ ও কুটির শিল্প এলাকা হিসেবে গড়ে তোলা।
- ধান, রবি ফসল ও মৎস্য চাষের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা।
- হাওরাঞ্চলের ফসলের উন্নয়ন কল্পে নদী এবং খাল খনন কাজের উন্নয়ন
এনএইচ/