বুধবার, ২৬ মার্চ ২০২৫ ।। ১১ চৈত্র ১৪৩১ ।। ২৬ রমজান ১৪৪৬


এমসি কলেজে ছাত্র জমিয়তের আলোচনা সভা ও ইফতার মাহফিল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র জমিয়ত বাংলাদেশ এমসি কলেজ শাখার উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সোমবার, (২৪ মার্চ) এমসি কলেজ কলা ভবনে অনুষ্ঠিত হয়। 

শাখা সভাপতি এম ছাইফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসাইন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। 

আমিনুল ইসলাম বলেন- মুরারিচাঁদ কলেজ হচ্ছে সিলেটের প্রাচীনতম একটি প্রতিষ্ঠান। অতীতে এখান থেকে দেশের অনেক রাজনৈতিক দলের নেতৃত্ব বের হয়েছে। বিগত ফ্যাসিবাদী সরকারের সহযোগী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অবৈধ নিয়ন্ত্রণের ফলে বাংলাদেশের অন্যান্য কলেজ ভার্সিটির মতো এমসি কলেজেও সুশৃঙ্খল, গঠনমূলক ও আদর্শ ছাত্র সংগঠনগুলো প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করতে বাধাগ্রস্ত হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের ফলে মুক্ত রাজনৈতিক পরিবেশে এমসি কলেজের শিক্ষার্থীরা আদর্শভিত্তিক ছাত্র রাজনীতির চর্চা করে দেশের নিঃস্বার্থ দেশপ্রেমিক নেতা তৈরি করবে ইনশাআল্লাহ। কলেজে সক্রিয় প্রতিটি সংগঠন মাঠের নেতৃত্বের জন্য এমসি কলেজ থেকে জনবান্ধন নেতৃত্ব বের করতে সক্ষম হবে। পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে সকল সংগঠন এগিয়ে যাক- এই প্রত্যাশা করি। এছাড়াও তিনি রমজানের পবিত্রতা রক্ষা করে সর্বপ্রকার নৈতিকতা বিবর্জিত কাজ থেকে সকলকে বিরত থাকার আহবান জানান। ইবাদত-বন্দেগীতে রমজান অতিবাহিত করার সুপরামর্শ প্রদান করেন। 

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি কলেজে অবস্থানরত প্রতিটি ছাত্র সংগঠনের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের প্রশংসা করেন। 

বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের মধ্য থেকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এমসি কলেজ শাখার সভাপতি আব্দুল বাসিত, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক জাওহার লুকমান মুসান্না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমসি কলেজ শাখার প্রতিনিধি আকিব হুসাইন, কওমী স্টুডেন্ট ফোরাম এমসি কলেজের সদস্য সচিব তোফায়েল আহমদ প্রমুখ। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আখতারুজ্জামান তালুকদার,মাওলানা সৈয়দ সালিম কাসিমি,সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এম বেলাল আহমদ চৌধুরী, সাবেক সভাপতি আবু খায়ের, এমসি কলেজ শাখার সাবেক সভাপতি হুসাইন আহমদ, মহানগর শাখার সহ সভাপতি নুরুল ইসলাম, বিয়ানীবাজার কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, বড়লেখা ডিগ্রি কলেজ শাখার সদস্য সচিব কিবরিয়া আল মাহমুদ, শাহপরান থানার সেক্রেটারি মীর আইনুল হক, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খুবায়েব বিন জামিল প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন- এমসি কলেজ শাখার সহ সভাপতি ছিদ্দিক আলম, আবুল হাসান, যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, অর্থ সম্পাদক উমর আলী, প্রচার সম্পাদক সাইফুর রহমান সাব্বির, শাহপরাণ থানার দায়িত্বশীল হাফিজ আলবাব হুসাইন, শায়খুল ইসলাম, আব্দুল্লাহ মামুন, আতাউল্লাহ মাসরুর, আদনান আহমদ, উবায়দুল্লাহ মারুফ, তাহের আলী প্রমুখ। 

মাওলানা আখতারুজ্জামান তালুকদারের দোয়ার মাধ্যমে সভার পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ