চলছে মাহে রমাদানের শেষ দশক। সিয়াম সাধনার মাধ্যমে মুমিন বান্দা অতিবাহিত করছে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমাদান। মাহে রমাদানে সারাদিন সিয়াম পালন করে সন্ধ্যায় শুরু হয় ইফতারের পর্ব।
ইফতার শরয়ী দৃষ্টিকোণ থেকে একটি অন্যতম ইবাদত। সারাদেশেই ব্যক্তি উদ্যোগে, প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পালন হয়ে আসছে।
তারই ধারাবাহিকতায় বর্ষীয়ান রাজনীতিবিদ, ইসলামী রাজনীতির পুরোধা, এশিয়া মহাদেশের অন্যতম হাদীস বিশারদ, বাংলার ইমাম বুখারী, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহঃ) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক সংগঠন "বাংলাদেশ খেলাফত মজলিস" নিকলী উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো "তাকওয়া অর্জনে মাহে রমাদানের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল-২০২৫ইং।
কিশোরগঞ্জ জেলাধীন নিকলী উপজেলা সদরের আল্লাহ'র দান হোটেলে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মাওলানা মুহাম্মাদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামকে রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠা করতে হবে। যদি ইসলামকে রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠা করা না হয় মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে। কোন ব্যক্তি, কোন জাতি, কোন পার্টি মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করতে পারবেনা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ভাবে কুরআনের শাসন কায়েম না হবে। আমরা যদি কুরআনী শাসন প্রতিষ্ঠা না করি তাহলে দুনিয়ার জীবনে লাঞ্ছিত, অপমানিত হওয়া ছাড়া কোন পথ থাকবেনা। আমরা মুসলমান, আমরা কোন কিছুর পরোয়া করিনা, শাহাদাত আমাদের চাওয়া, ইসলাম প্রতিষ্ঠার জন্যে রক্ত দেয়ার প্রয়োজন হলে আমরা রক্ত দিতে প্রস্তুত থাকবো। ভারত আমাদের বন্ধু নয়, আওয়ামীলীগের বন্ধু। একটি দেশ অপর একটি দেশের বন্ধু হবে। কোন দলের বন্ধু হতে পারেনা। তিনি আওয়ামীলীগকে বাদ দিয়ে অন্যান্য দলের সংগে ভেদাভেদ ভুলে ঐক্য গড়ে তুলার ব্যাপারেও বক্তব্য রাখেন।
উপজেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকীর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মুফতী আব্দুল মুকতাদির কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা উমর ফারুক, নিকলী কেন্দ্রীয় জামে মসজিদের খতীব, মুফতী আব্দুল মুজিদ কাসেমী, বাজিতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রহমাতুল্লাহ, নিকলী উপজেলা সহ সভাপতি মাওলানা জয়নুল আবেদীন, সহঃসাংগঠনিক সম্পাদক নিকলী সদরের সদস্য সচিব মুফতী আব্দর রকিব, নিকলী সদরের হাফেজ মুহাম্মাদ আলী, মোঃ রাকিব সিদ্দিকী, উপজেলা বায়তুল মাল সম্পাদক হাফেজ কারী আল আমিন হোসাইন, উপজেলা সহ-সভাপতি ও ছাতিরচর ইউনিয়নের আহ্বায়ক মাওলানা কাজী আনোয়ার হোসাইন, সদস্য সচিব মাওলানা শাহাদাত হোসাইন ভুঁইয়া, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জামাল উদ্দীন, মুফতী কাজী সানাউল্লাহ, মাওলানা খন্দকার আতিকুর রহমান, মুফতী হযরত আলী, উপজেলা সাংস্কৃতিক সম্পাদক ও জারইতলা ইউনিয়নের আহবায়ক মাওঃ এরশাদ হোসাইন, প্রকাশক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আলী, দপ্তর সম্পাদক মাওলানা নুরুল হক, প্রচার সম্পাদক মাওলানা সাইফ আজহার, উপজেলা প্রচার সম্পাদক ও সিংপুর ইউনিয়নের সদস্য সচিব মাওঃ নুরুজ্জামান, গুরই ইউনিয়নের সদস্য মোঃ শফিকুল ইসলাম মেম্বার, প্রচার সম্পাদক হাফেজ নাজমুল হুদা, মাওলানা আব্দুল আজীজ, মোঃ নাজিম মাহমুদ, নিকলী উপজেলা জামায়তে ইসলমীর আমির মোঃ আবুল হোসাইন, ইসলামী আন্দোলনের সভাপতি মাওঃ উসমান গনী সিরাজী, সেক্রেটারি মাওঃ আলমগীর হোসাইন।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওঃ সাদেকুর রহমান, মাওঃ আব্দুল বাসির সিদ্দিকী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওঃ শফিকুল ইসলাম, মুফতী আতিকুর রহমান কাশেম দৌলতী, মাওলানা আতাউর রহমান, মাওঃ আব্দুল্লাহ আল মুহসিন, উদ্দীপন কোচিং সেন্টারের পরিচালক মোঃ শাতিল ইবনে ইবরাহীম (অবসরপ্রাপ্ত বিমানবাহিনী)।
এছাড়া স্থানীয় ও দেশ বরেণ্য উলামায়ে কেরাম, ইমাম, খতীব, মুহতামীম, প্রিন্সিপাল, মুদাররিস, প্রভাষক, শিক্ষক, সাংবাদিক ও ছাত্র জনতা অংশগ্রহণ করেন।
আলোচকগণ দেশের ক্রান্তিলগ্নে সবাইকে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। নিজেদের মধ্যে সামান্য বিষয়গুলো নিয়ে মতভেদ বা মতবিরোধ তৈরি না করে মানসিক উদারতাকে আরো প্রশস্তের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ার অনুরোধ করেন।
অবশেষে দেশ ও মানুষের শান্তি কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিলের সমাপ্তি করা হয়।
এমএম/