মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ।। ৩ চৈত্র ১৪৩১ ।। ১৮ রমজান ১৪৪৬

শিরোনাম :
কচুয়ায় শাজুলিয়া ইমাম-উলামা পরিষদের আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ  ‘স্বৈরাচারী সরকারের সবচাইতে বেশি নির্যাতনের শিকার হেফাজতে ইসলাম’ কবে দিচ্ছে কওমি শিক্ষাবোর্ড বেফাকের রেজাল্ট ? ‘শুধু নির্বাচনের জন্য নয়, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে’ ইফতা-আদবসহ সকল বিভাগে ভর্তির সুযোগ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে   আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত বেরোবি মসজিদের খতিবের পিএইচডি ডিগ্রি অর্জন জার্মানি থেকে হজের জন্য সাইকেলযাত্রা ‘মুসলমানদের নিরাপত্তা প্রদানে ভারতের ব্যর্থতা সভ্যতার জন্য লজ্জাজনক’ ভারতে বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেপ্তার

‘শুধু নির্বাচনের জন্য নয়, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, শুধু নির্বাচনের জন্য সংস্কার নয়; প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে। বিগত পতিত স্বৈরাচারী সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে। দুর্নীতি ও লুটপাটের মহা আখড়ায় পরিণত করেছিল। এগুলোর আমূল সংস্কার না হলে নির্বাচন, সরকার গঠন, আইন ও বিচার, মৌলিক অধিকার প্রতিষ্ঠা, নাগরিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা কোনটাই সম্ভব না।

আজ সোমবার বিকেলে রাজধানীর পল্লবীস্থ ৩ নং ওয়ার্ড পুরাতন স্বর্ণপট্রি লাইনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা শাখার ৩ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত "বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিয়ামের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রশিদ খান এর সভাপতিত্বে ও সৈয়দ রেজওয়ান হায়দার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, মুফতী মোঃ মাছউদুর রহমান, ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব নিয়াজ আহমেদ খান, পল্লবী থানা শাখার সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, মুফতি আব্দুল মান্নান আজিজ, ওমর ফারুক, আমীরুল হক, মুফতি রাশেদুল ইসলাম, আবু হানিফ, মুফতি নাছির মাহমুদ হুমায়ুন কবির প্রমুখ। 

প্রিন্সিপাল মাসউদ আরো বলেন, কেউ কেউ বলেন দ্রুত নির্বাচন দেয়ার জন্য। আমরা বলতে চাই নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না। অতীতে আমরা বহুনির্বাচন দেখেছি। নির্বাচনের পরে জুলুম, নির্যাতন, দুর্নীতি-দুঃশাসন আরো বেড়ে যায়। এরকম নির্বাচন আমরা আর দেখতে চাই না। 

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান বলেন, আপনার প্রতিষ্ঠানে যদি আপনার আইনে চলে, তাহলে আল্লাহর জমিনে কেন আল্লাহর আইন চলবেনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দীপ্তি শপথ দিতে হবে সিয়ামের মাসে।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ