বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ।। ১৩ ফাল্গুন ১৪৩১ ।। ২৭ শাবান ১৪৪৬

শিরোনাম :
ছবি ছাড়া আঙুলের ছাপ দিয়ে এনআইডি দেওয়ার দাবি আমাদেরকে কেউ ভয় দেখাবেন না : শফিকুর রহমান ‘ফ্যাসিবাদীদের বিচার ও জাতীয় ঐক্যই আগ্রাসন মোকাবেলার মোক্ষম হাতিয়ার’ ‘সরকারি চাকুরীতে ফ্যাসিবাদের দোসরদের বিবেচনায় নেয়ার সুযোগ নেই’ রমজানের আগ মুহূর্তে নবীজী যে দোয়া বেশি বেশি পড়তেন  আফতাবনগর ওলামা সম্মেলনে আসবেন সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের অবস্থান প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি সাবেক আইনমন্ত্রীর ৬ দিন ও সাবেক আইজিপির ৩ দিনের রিমান্ড আগে জাতীয় নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিএনপির পদযাত্রা

আমরা যত অপ্রয়োজনীয় তর্কে লিপ্ত হবো, দেশ তত ক্ষতিগ্রস্ত হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের পরিকল্পনা-আগামী দিনে আমরা দেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই পরিকল্পনা আমরা দেশের মানুষের কাছে তুলে ধরবো। আমরা প্রত্যাশা করবো অন্যান্য যেসব গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে তারাও তাদের পরিকল্পনা দেশের মানুষের সামনে তুলে ধরবেন। দেশের মানুষই হচ্ছে প্রধান বিচারক, এই দেশের মালিক জনগণ। কাজেই জনগণই সিদ্ধান্ত নেবে কাদের পরিকল্পনাকে তারা সমর্থন করবে, কাদেরকে তারা দায়িত্ব দেবে দেশ পরিচালনা করার। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, আজকে আমরা নিজেদের মধ্যে যত বেশি অপ্রয়োজনীয় তর্ক-বিতর্কে লিপ্ত হবো দেশ, দেশের মানুষ, দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ, গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান তত বেশি ক্ষতিগ্রস্ত হবে । বহু ক্ষতির ভেতর দিয়ে বিগত ১৫ বছর অতিবাহিত হয়েছে। এখন দেশ গড়ার পালা। দেশ গড়ার জন্য, দেশের রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য যা যা করা উচিত, দেশের ঐক্যকে ধরে রাখার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা উচিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের সেই চেষ্টা আমরা অব্যাহত রাখবো। এই হোক আমাদের প্রত্যাশা, এই হোক আমাদের শপথ। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন চাওয়াটা স্বাভাবিক। একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া এবং নির্বাচন চাওয়া।  আজকে কিছু কিছু লোক বলছে বিএনপি শুধু নির্বাচন চায়। আমরা যদি জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি, আমরা যদি গণতন্ত্র বিশ্বাস করি, আমরা যদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করি স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইবো, জনগণের কাছে ভোট চাইবো, নির্বাচন চাইবো এটা স্বাভাবিক ব্যাপার। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু লোক অস্বাভাবিক ব্যাপার হিসেবে দেখছে সেটি আমাদের ভেবে দেখতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধা পাবে এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। 

তিনি বলেন, বাংলাদেশে যদি আমরা গণতন্ত্র চর্চা করতে পারি, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে করতে পারি এই দেশকে এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। যত বেশি গণতন্ত্রের চর্চা রাখতে পারবো তত বশি দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারবে বলে আমি করি।

এনআরএন/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ