বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ২০২৫-২৬ ইং সেশনের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন সেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ আব্দুল আজিজ।
আজ দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে কেন্দ্রীয় সংগঠক সম্মেলন বৈঠকে নির্বাচিত সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজকে শপথ পাঠ করান বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের অভিভাবক পরিষদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির মাওলানা মা*মু*নুল হ*ক । এরপূর্বে সভাপতি পরিষদ হিসেবে নির্বাচিত হোন মুহাম্মাদ আশরাফুল ইসলাম সাদ ও মাহদী হাসান শিকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আল আবিদ শাকির, মাওলানা জাকির হুসাইন, মাওলানা মোশাররফ হুসাইন লাবীব, মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ ও মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ।
হাআমা/