মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর ভাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম এর সাথে ফরিদপুর -৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. মিজানুর রহমান মোল্লা এবং ভাঙ্গা উপজেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছন।
গতকাল (মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জের কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারী মাহবুবুর রহমান, ঘারুয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ, চুমুরদী ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আলী হায়দার, আলগী ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোশারফ হোসেন, মদিনার মোহনা শিল্পী গোষ্ঠীর ইসলামিক সংগীতের কণ্ঠশিল্পী ও হামিরদী ইউনিয়ন খেলাফত মজলিসের সদস্য মাওলানা হেলাল উদ্দিন আবরার, তুজারপুর ইউনিয়ন খেলাফত মজলিসের কর্মী মো. জাহিদ হোসেন এবং ভাঙ্গা উপজেলা শাখার বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সাক্ষাতস্থলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা এবং রাষ্ট্রের আইন প্রতিপালনে সরকারকে সহযোগিতার কথা বলেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলকেও সব ধরণের আইনি সহযোগিতার আশ্বাস দেন ভাঙ্গা থানার এই নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।
এমএইচ/