রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৯ ফাল্গুন ১৪৩১ ।। ২৪ শাবান ১৪৪৬

শিরোনাম :
‘নামাজী মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে অপরাধপ্রবণতা সহনীয় পর্যায়ে চলে আসবে’ আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে: আজহারী বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন ‘কুরআনের সাথে সম্পৃক্ততা মানুষকে আলোকিত করে’ মসজিদে হারাম ও নববীতে তারাবি পড়াবেন ১৫ ইমাম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন হবে : সিইসি স্থানীয়-জাতীয় নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত আমির ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি নেজামে ইসলাম পার্টির চীন সফরে যাচ্ছেন মাওলানা আতাউল্লাহ আমীন কালেমা তাইয়্যেবা হচ্ছে ঐক্যের মূল সূত্র: খেলাফত আন্দোলন ঢাকা মহানগর

জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয় : সেলিমা রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। একজন বলছে সংস্কার, একজন বলছে স্থানীয় সরকার নির্বাচন, একদল বলছে নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে অন্য কোন নির্বাচন বিএনপি হতে দিবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদারীপুর শহরের শকুনী লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে জেলা বিএনপি আয়োজিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে, অবনতিশীল আইন শৃঙ্খলার উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং দেশে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন গণদাবীতে জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান আরও বলেন, ‘জাতীয় নির্বাচন হলে বর্তমানে দেশের যে এলমেলো অবস্থা বিরাজ করছে, সেটা পরিবর্তন হয়ে সুশাসন আসবে। অবনতিশীল আইনশৃঙ্খলার উন্নতি হবে, জবাবদিহিতা থাকবে। দেশের জনগণ আস্থা ফিরে পাবে।’

তিনি বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। গত ১৬ বছর একটানা নির্মম অত্যাচার ও নির্যাতন করেছে শেখ হাসিনা এবং তার দলবল। বহু মানুষকে হত্যা করেছে। এই খুনিদের বিচার হতে হবে। সবাইকে সজাগ-সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের কোন দোসর যেন বিএনপির দলে যোগ দিতে না পারে। কেউ যেন আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর বাজার সিন্ডিকেট বন্ধ করতে হবে।’

এছাড়াও সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান ও সেলিমুজ্জামান সেলিম, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুসহ আরও অনেকেই ।

মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, জামিনুর রহমান মিঠু ও মিজানুর রহমান মুরাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শরীফ মো. মহিউদ্দিন হাফিজ।

এমএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ