বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ।। ১৩ ফাল্গুন ১৪৩১ ।। ২৭ শাবান ১৪৪৬

শিরোনাম :
ছবি ছাড়া আঙুলের ছাপ দিয়ে এনআইডি দেওয়ার দাবি আমাদেরকে কেউ ভয় দেখাবেন না : শফিকুর রহমান ‘ফ্যাসিবাদীদের বিচার ও জাতীয় ঐক্যই আগ্রাসন মোকাবেলার মোক্ষম হাতিয়ার’ ‘সরকারি চাকুরীতে ফ্যাসিবাদের দোসরদের বিবেচনায় নেয়ার সুযোগ নেই’ রমজানের আগ মুহূর্তে নবীজী যে দোয়া বেশি বেশি পড়তেন  আফতাবনগর ওলামা সম্মেলনে আসবেন সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের অবস্থান প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি সাবেক আইনমন্ত্রীর ৬ দিন ও সাবেক আইজিপির ৩ দিনের রিমান্ড আগে জাতীয় নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিএনপির পদযাত্রা

পালিয়ে যাওয়া হাসিনা, দেশের মাটিতে ফিরতে পারবেন না : খায়ের ভুঁইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, হাসিনা ও তার দোসররা এ দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। অনেকে এখন স্বপ্ন দেখেন শেখ হাসিনা আবার ফিরে আসবে। যে দেশের নেত্রী তার লাখ লাখ নেতাকর্মী রেখে পালিয়ে যায়, তাকে বিশ্বাসঘাতক-মোনাফেক বলে। হাসিনা আওয়ামী লীগের কবর রচিত করেছেন। তিনি নিজেই আওয়ামী লীগ ত্যাগ করেছে। হাসিনা পালিয়ে গেছেন, তিনি আর দেশের মাটিতে আসতে পারবেন না। হাসিনা ও তার দোসরদের বিচার এই বাংলার মাটিতেই হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মীর্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়ের ভুঁইয়া আরও বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন জানিয়েছি। এখনো তাদের সমর্থন করছি। তবে সমর্থনের একটি সীমা আছে। সংস্কার চলমান প্রক্রিয়া, এই সংস্কার দীর্ঘদিন চলতে পারে না। অবিলম্বে নির্বাচন কমিশন, বিচার বিভাগীয় স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশন ও প্রশাসনিক কমিশন গঠন করে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে আপনারা তত্ত্বাবধায়ক সরকার বিদায় হন। আমরা চাই না আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে। আমাদের আন্দোলনের ফসল হচ্ছে এ তত্ত্বাবধায়ক সরকার। যদি সরিষার ভেতর ভূত ঢুকে। তাহলে এ দেশের জনগণ-বিএনপি জানে কিভাবে সরিষার ভেতর থেকে ভূত তাড়াতে হয়।

উত্তর হামছাদী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুল মোমেন মোতালেব ও সদস্য সচিব দ্বীন মোহাম্মদ সবুজের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভুঁইয়া মিজান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সিনিয়র সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।

এমএন/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ