বৃহত জনগোষ্ঠির বোধ-বিশ্বাসের ভিত্তিতে রাষ্ট্রের সংস্কার এবং আধিপত্যবাদ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে পার্টির আমির আল্লামা সারোয়ার কামাল আজিজীর সভাপতিত্বে এক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানান দলটির নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, একাত্তরে রক্তাক্ত জনযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা কোনো ইতিহাস বিচ্ছিন্ন জাতি নই। এই জনপদের ভূমিপুত্রদের মুক্তি-সংগ্রামের ইতিহাস আরো অনেক পুরনো। বিশেষত ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সাত চল্লিশে ব্রিটিশ ঔপনিবেশবাদের কবল থেকে স্বাধীনতা অর্জনের ইতিহাসের আমরা শুধু অংশ নই; বরং নির্মাতাও।
নেতৃবৃন্দ আরো বলেন, রাষ্ট্র সংস্কার প্রশ্নেও দল-মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এক্ষেত্রে ড. ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার যেন ব্যর্থ হতে না পারে সেজন্য আমাদের যার যার অবস্থান থেকে সহায়ক ভূমিকা পালন করতে হবে। সংস্কারের জন্য যেখানে প্রেশার দেয়ার তা ঐক্যবদ্ধভাবে দিতে হবে। সংবিধান সংস্কার অতান্ত গুরুত্বপূর্ণ। এমনভাবে সংবিধানের সংস্কার আমরা চাই, যাতে করে ভবিষ্যতে আর কোনো স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ মাতাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায়। সংবিধানে অবশ্যই আমাদের জাতীয় চেতনা, ঐতিহ্য ও বোধ-বিশ্বাসের প্রতিফলন থাকতে হবে। আমরা জানি না নির্বাচনকেন্দ্রিক সংস্কারকাজ কখন থেকে শুরু হবে বা এখনো শুরু হয়েছে কি না। এজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দ্রুত একটি রোডম্যাপ আশা করছি।
উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, খিলগাঁও মাখজানুল উলূম মাদরাসার মুহতামিম আল্লামা জহুরুল ইসলাম, নায়েবে আমীর মুফতি মুহাম্মদ আলী, মুসলিম লীগের মহাসচিব ক্বাজী আবুল খায়ের,মহাসচিব মুসা বিন ইযহার, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী,যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব মাওলানা মোস্তাফিজুর রহমান মাহমুদী, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, সহসংগঠন সচিব মাওলানা ইনআমুল হক, দপ্তর সচিব মুফতি দ্বীনের আলম হারুনী, প্রশিক্ষণ বিষয়ক সচিব মাওলানা এরশাদ বিন জালাল, যুব বিষয়ক সচিব অধ্যাপক নজরুল ইসলাম, এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর ফয়জুল হক, পার্টির শিল্প ও বানিজ্য সচিব শাকিরুণ হক খান, নির্বাহী সদস্য মাওলানা শায়খ আতাউল্লাহ হুসাইনী, মাওলানা আনোয়ার রাব্বানী, ক্বারি মাসুম বিল্লাহ আনওয়ারী, শ্রমিক সমাজ সভাপতি মাওলানা ওয়াহিদুজ্জামান, মাওলানা আশরাফ আলী, মাওলানা হুসাইন আহমদ হেলাল শাহতলী, মুফতি কামরুল ইসলাম ভূইয়া, পার্টির আরব আমিরাত নেতা মাওলানা শোয়াইব সুলাইমান, মহানগর নেতা মুফতি আতিকুর রহমান সিদ্দিকী ইসলামী ছাত্রসমাজ মহাসচিব বিএম আমীর জিহাদী প্রমুখ।
এনএ/