বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ ।। ২০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
ভারতের হিন্দুদের চেয়ে বাংলাদেশের হিন্দুরা আরামে আছে: মাওলানা জুনায়েদ আল হাবিব হাব নির্বাচন ২২ ফেব্রুয়ারি, প্রতিদ্বন্দ্বিতায় তিন প্যানেল! মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির বিশাল কর্মী সমাবেশ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, নেই ভারতে: হেফাজত মহাসচিব ভোলায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার কাল সোহরাওয়ার্দী মুক্তমঞ্চে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন ভারত পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চায়: ফয়জুল করীম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মুফতি আব্দুল মালেক ও শায়খ আহমাদুল্লাহ আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা ভোলায় হাসপাতা‌লে স্ত্রীর লাশ রে‌খে পা‌লি‌য়ে‌ছে স্বামী

ভারত নিয়ে জাতীয় ঘোষণা আসছে : জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোন ছাড় নয় জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে একটি জাতীয় ঘোষণা আসবে। সেই ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, আগামীর বাংলাদেশ গঠনে পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ (ভারত), তারা আমাদের প্রতিবেশী। আমরা তাদের সাথে সৎ প্রতিবেশীসুলভ সম্পর্ক চাই। কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উসকানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আপনারা এটা দেখেছেন।

তিনি বলেন, মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা (ভারত) দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছে এবং অপপ্রচার চালাচ্ছে। আমরা এগুলোর নিন্দা জানিয়েছি সম্মিলিতভাবে।

জাতীয় ঐক্যের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা একটা জায়গায় সবাই একমত হয়েছি যে, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা এক থাকব, যেমন অতীতে ছিলাম। এখানে পরামর্শ এসেছে, রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে যেমন মতবিনিময় হয়েছে, ছাত্র সংগঠনের নেতাদের সাথে হবে। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে, আপনাদের (সাংবাদিক) সাথে হবে। আমরা সেই প্রস্তাব রেখে এসেছি।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ