শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, খুনি আওয়ামী লীগ সরকার কওমি সনদকে স্বীকৃতি দিলেও কওমি সনদের কার্যকারিতা নেই। কওমি শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘ দিনের দাবি সনদের স্বীকৃতির কার্যকারিতা এখনও বাস্তবে দেখা যায় না। অর্থাৎ এই সনদধারী কেউ এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সরকারি চাকরিতে সুযোগ পাননি। কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে।

শনিবার (২৩ নভেম্বর) সকালে শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদরাসায় ছাত্র-শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাতকালে এ মন্তব্য করেন তিনি।

তিনি মাদরাসা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আলেম ওলামাদের সবচেয়ে সম্মান দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির সাথে আলেম সমাজের ঐতিহাসিক সুসম্পর্ক রয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে। তখন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এর প্রতিবাদ জানিয়েছিলো।

নাছির উদ্দীন নাছির আরও বলেন, বেগম জিয়া একাধিকবার আলেম ওলামাদের হত্যা এবং হয়রানির প্রতিবাদ জানিয়েছিলো। বিএনপি ক্ষমতায় আসলে মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবে। সবখানে গুরুত্ব দেয়া হবে মাদরাসা শিক্ষার্থীদের। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মাদরাসা শিক্ষার্থী এবং আলেম ওলামার কাছে দোয়া চান তিনি।

নাছির উদ্দীন নাছির জানান, গত সাড়ে ১৫ বছর যারা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন, ১৪'র গণতান্ত্রিক আন্দোলন, ১৮'র আন্দোলন, ২৪'র ডামি নির্বাচন আগের আন্দোলনসহ সকল আন্দোলনে ভূমিকা রেখে শিক্ষার্থীদের জন্য কাজ করেছে এবং ভবিষ্যতে কাজ কাজ করার সক্ষমতা রয়েছে তাদেরকেই ছাত্রদলের সাংগঠনিক কাঠামোতে অন্তর্ভুক্ত করা হবে। কোনো অনুপ্রবেশকারী এবং খুনি সংগঠন ছাত্রলীগের কেউ ছাত্রদলে স্থান পাবে না।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ধানের শীষের ছবি সংযুক্ত শুভেচ্ছা স্মারক উপহার দেন তিনি। তখন সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের মতামত প্রদান করার আহ্বান জানান। তিনি বলেন, প্রয়োজনে আমাদের বিরুদ্ধে মতামত দেন তাও নিজেদের মতপ্রকাশের স্বাধীনতা প্রকাশ করুন।

জনসংযোগকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সোহেল রানা, সহ-সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোস্তাছিম বিল্লাহ অপু, মাদারীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ