রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

বৈষম্য ও অন্যায় নির্মূলে খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই: মজলিস আমীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, সকল প্রকার বৈষম্য ও অন্যায় স্থায়ী নির্মূলে খেলাফত ভিত্তিক ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। কারণ মানুষের মৌলিক মানবাধিকার থেকে শুরু করে সকল ন্যায়সঙ্গত অধিকার প্রাপ্তির নিশ্চয়তা দেয় ইসলাম। আমাদের দেশ স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছে ঠিকই কিন্তু অন্যায়-জুলুম স্থায়ীভাবে নির্মূল হয়নি। শিক্ষানীতি, সংবিধান,  বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন অংশের সংস্কার শুরু হয়েছে। আমরা প্রত্যাশা করছি সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আদর্শ ও বিশ্বাসের প্রতিফলন এসব সংস্কার কার্যক্রমে থাকবে। জুলাই বিপ্লবের শহীদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে যৌক্তিক সময়ে সংস্কার পূর্বক জাতীয় নির্বাচনের আয়োজন আয়োজন করুন।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে আমীরে মজলিস প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদ আলম মাসুমের পরিচালনায়ে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী কাসমেী, যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার, নোয়াখালী জোন পরিচালক হাফেজ মাওলানা আবু সালমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা রুহুল আমনি চৌধুরী।

আমন্ত্রিত অতিথি ছিলেন জামিয়া আহলিয়া আমানতপুরের মুহতামিম মাওলানা মোশাররফ হোসাইন, জামিয়া ইসলামিয়া আরাবিয়া চৌমুহনী’র মুহতামিম মুফতী বেলাল উদ্দীন, হেফাজতে ইসলাম বাংলাদশে নোয়াখালী জোন সেক্রেটারি মাওলানা ইয়াকুব কাসেমী, জামিয়া আশরাফুল মাদারিস বটতলীর মুহাদ্দিস মাওলানা ইউনুস আহমদ আমিনী,  নোয়াখালী জেলা সহ সভাপতি মাওলানা শহীদ উল্লাহ খাকী, জামিয়া মিফতাহুল উলুমের মুহাদ্দিস মাওলানা গিয়াস উদ্দীন, জামিয়া মাহমুদিয়া চৌমুহনীর মুহতামিম মুফতী নুরুল আবসার, চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা শওকত আলী।

জেলা নেতৃবৃন্দের মধ্যে সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জেলা  সহ-সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, বায়তুলমাল সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান ফুয়াদ, অফিস সম্পাদক অধ্যাপক তাজুল ইসলাম মাহমুদ, প্রচার সম্পাদক মাস্টার নুরুন্নবী, ইসলামী যুব মজলিস জেলা সহ-সভাপতি মাওলানা আতাউল্যাহ, সাধারণ সম্পাদক জনাব হুজ্জাতুল ইসলাম মামুন, শ্রমিক মজলিস জেলা সভাপতি মাওলানা আবুল হাসান, ইসলামি ছাত্র মজলিস জেলা সভাপতি জনাব ইয়াকুব মিয়াজি প্রমুখ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ