শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

মৌলভীবাজার-২ আসনে জমিয়তের এমপি পদপ্রার্থীতার প্রস্তাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহদী কামাল, মৌলভীজার (সিলেট) প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ২ নং ভুকশিমইল ইউনিয়ন শাখার উদ্যোগে কাউন্সিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজির উদ্দীনকে আগামী সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে এমপি পদপ্রার্থী হিসেবে প্রস্তাবনা পেশ করেন।

গতকাল ৮ নভেম্বর, ভুকশিমইল ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জমিয়তের আহবায়ক মাও. আলাউদ্দীনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাও. আব্দুল আজিজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জমিয়তের সভাপতি মাও. আজির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও. নেজাম উদ্দীন, উপদেষ্টা মাও. আহমদ হোসাইন, মাও. আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাও. মাহদী হাসান, মাও. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, হাজীপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, প্রবীণ আলেম জমিয়ত নেতা মাওলানা মঈনুদ্দীন, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক রফিকুল ইসলাম মামুন, যুবনেতা মাওলানা আব্দুল বাছিত, উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম সাঈমী, সহ সভাপতি ফুজায়েল আহমদ, সাধারণ সম্পাদক আবু নছর খালেদ প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজির উদ্দীন বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম রাজনীতি করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য। জনগণের দুঃখ কষ্ট লাঘবের জন্য। এজন্য আলেমদের সাথে সাধারণ জনতাকে জমিয়তের রাজনীতি করতে তিনি উদাত্ত আহবান জানান।

বিশেষ বক্তার বক্তব্যে উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা নেজাম উদ্দীন বলেন, এই কুলাউড়ার রাজনীতিতে জমিয়ত নতুন দল নয়, বরং এর আগেও এই কুলাউড়ায় জমিয়ত নেতা মাওলানা বছির উদ্দীন শায়খে গৌড়করনী জমিয়তের প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করেছেন।

উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহদী হাসান বক্তব্যে, কুলাউড়া উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজির উদ্দীনকে আগামী জাতীয় নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চাওয়ার প্রস্তাবনা পেশ করেন। তিনি বলেন, জমিয়ত এককভাবে জমিয়তের একক প্রার্থী হিসাবে মাওলানা আজির উদ্দীন নির্বাচন করবেন। জোটিও ভাবে নির্বাচনে জমিয়ত অংশগ্রহণ করলে যোগ্য প্রার্থী হিসেবে জমিয়তকে জোটিও মনোনয়ন দিতেও জোর দাবী উত্থাপন করেন। তবে এই প্রস্তাবনা কেন্দ্রীয় মনোনয়নের মাধ্যমেই চূড়ান্ত হবে বলে তিনি জানান।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ