সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

‘পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যমান সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকার দেশের সকল সেক্টর দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করে। আওয়ামী মাফিয়া সিন্ডিকেটের লুটপাটে চরমভাবে বিধ্বস্ত বিদ্যুৎ খাত। বিগত কিছু দিন ধরে আমরা লক্ষ্য করছি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে সৃষ্ট সংকট জনগণকে নতুন করে ভোগাচ্ছে। এই সংকট সমাধানে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে নতুন করে রিফর্ম করতে হবে।

আজ এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর বলেন, বিগত সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। নসরুল হামিদ বিপুকে তিনি একনাগাড়ে এই মন্ত্রণালয়ে রেখেছেন শেখ পরিবারের লুটপাট অব্যাহত রাখতে। সেই অব্যবস্থাপনার ধারাবাহিকতা এখনও চলছে। তিনি বলেন, ফ্যাসীবাদের পতনের পর নতুন এক সংকট হাজির হলো, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে। খবর নিয়ে আমরা জানা গেলো, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বেশ কয়েক বছর আগে থেকেই তাদের কিছু দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিদ্যুৎ ব্ল্যাক আউটের মতো কিছু কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে পুরো দেশে বিদ্যুৎবিহীন পরিস্থিতি সৃষ্টি হয়।

মুফতী ফয়জুল করীম বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবি ও নাশকতাকে আমাদের পৃথক করতে হবে। আমরা মনে করি বিদ্যুৎ খাতকে বিশৃঙ্খল করতে বিগত সরকারের সুবিধাভোগী কিছু অংশ ও কিছু আমলা ইন্ধন যোগাচ্ছে। আমরা সরকারকে বলবো, পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবিগুলো বিবেচনা করতে হবে। তাদের মধ্যে চলমান সংকটগুলো চিহ্নিত করে তা নিরসনে কাজ করুন।

তিনি বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একত্রীকরণ করলে হয়তো সংকট অনেকাংশে কেটে যাবে। পল্লী বিদ্যুতে অস্থায়ীভাবে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ী করতে হবে। দোষী সাব্যস্ত হওয়ার পূর্বে স্ট্যান্ডরিলিজ কিংবা শাস্তি এবং গ্রেফতার করা থেকে বিরত থাকতে হবে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ