শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ।। ১৬ কার্তিক ১৪৩১ ।। ২৯ রবিউস সানি ১৪৪৬


‘শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেখ হাসিনার বিরুদ্ধে ২০০৬ সালে দায়ের করা মামলা পুনরুজ্জীবিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী পৌরসভার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, দেশের ১৮ কোটি মানুষের আন্দোলনের ফসল  অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং দেশে থাকা  মিথ্যাবাদী রাষ্ট্রপতি চলে গেলে কোনো ধরনের সাংবিধানিক সঙ্কট তৈরি হবে না। বরং তিনি থাকলেই সাংবিধানিক সঙ্কট তৈরি করার চেষ্টা করবেন।

তিনি আরো বলেন, দেশ স্বৈরশাসন থেকে মুক্তি পেলেও এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। অনতিবিলম্বে প্রহসনের রায় বাতিল করে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে।

নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা ঈদগাহ মাঠে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী পৌর জামায়াতের আমির দীন মোহাম্মদ মাস্টার। পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল উদ্দিন ও কোষাধ্যক্ষ আব্দুল মোমেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন- শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি নুরুজ্জামান বাদল, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, শেরপুর শহর জামায়াতের নায়েবে আমির গোলাম কিবরিয়া ভিপি, নালিতাবাড়ী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সিনা মোহাম্মদ জোবায়ের, নালিতাবাড়ী ইসলামি ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক প্রমুখ।

সমাবেশ ঘিরে বিকেল থেকে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে সমাবেশের উদ্দেশে মিছিল আকারে নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। ধীরে ধীরে এই গণজমায়েত বিশাল জনসভায় রুপান্তরিত হয়। সভায় বক্তারা দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ কর্তৃক জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতনের বর্ণনা দেন ও ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ময়দানে জামায়াতের নেতাকর্মীদের নৃশংস হত্যা ও ২০১৩ সালে শাপলা চত্বরে আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে তার সুষ্ঠু বিচার দাবি করেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ