শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

ভাল নেতা ও নীতির পক্ষে জনমত গড়ে তুলুন: মাওলানা আব্দুল আঊয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সমাবেশে নেতৃবৃন্দ- ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল আঊয়াল (পীর সাহেব খুলনা) বলেছেন, ভাল নেতা ও নীতিবান মানুষের পক্ষে জনমত গড়ে তুলতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। আদর্শবান নেতা ও নীতি ছাড়া কেবলমাত্র পরিবর্তনের জন্য পরিবর্তন হলে জনগণের কোন উপকারে আসবে না। আদর্শবান লোকদের নেতৃত্বে দেশ পরিচালিত হলেই কেবল দেশ একটি আদর্শ দেশে পরিণত হতে পারে। দুর্নীতিমুক্ত সৎ মানুষদের দেশ পরিচালনা ছাড়া কখনো দুর্নীতি অরাজকতা দূর করা সম্ভব নয়। বিগত সরকারের দুর্নীতি ছিল নজিরবিহীন।

আজ সোমবার (১৪ অক্টোবর) বিকালে খুলনার নিউমার্কেটস্থ বাইতুন নূর চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সোনাডাঙ্গা উপজেলা সভাপতি মোল্লা মো. রবিউল ইসলাম তুষারের সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. কবির হোসেন হাওলাদারের পরিচালনায় গণসমাবেমে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সেক্রেটারী মাওলানা ইমরান হুসাইন, জয়েন্ট সেক্রেটারী প্রভাষক আবু গালিব।

মাওলানা আব্দুল আউয়াল বলেন, সকল গণহত্যা, গুম, খুন ও অন্যায়ের বিচার করতে হবে। বিগত সরকারের দুর্নীতি ছিল নজিরবিহীন। গুম, খুন ছিল তাদের দেশ পরিচালনার নীতি। তারা শুধু খুনি ছিল না, তারা ছিল ভয়ংকর খুনি। এক দুইটা নয় অসংখ্য গণহত্যার নেতৃত্ব দিয়েছে তারা। লুণ্ঠন চুরি ডাকাতি টাকা পাচারে তারা ছিল বিশ্বসেরা। বিদেশে তাদের এক একজনের রয়েছে শতাধিক বাড়ি। লুটপাটের মহোৎসবে মেতেছিল তারা। সীমাহীন দুর্নীতি করে দেশের সব কিছু লুটপাট করে খেয়েছে তারা। তাদেরকে আর যা কিছু বলুন দেশের শাসক বলা যায় না। তারা ছিল দেশের ভয়ংকর শত্রু।

তিনি আরও বলেন, ছাত্র-জনতা ও আলেম ওলামাদের বীর সাহসীগণের অভ্যুত্থানে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ শত্রু মুক্ত হয়েছে। অথচ আলেম উলামারা বর্তমানে বৈষম্যের শিকার হয়েছেন। মাদরাসার ছাত্ররা ইসলামি শিক্ষা উচ্চশিক্ষিত পরও বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না, এটা চরম বৈষম্য। এবার এ দেশকে নতুন করে সুন্দর করে সাজাতে হবে। খেয়াল রাখতে হবে, এক লুটপাটকারীর বিদায়ের পর আর যেন কোনো লুটপাটকারী ক্ষমতায় আসতে না পারে। নতুন দেশকে সুন্দর করে সাজানোর জন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত সৎ আদর্শবান শাসকের। যারা হবে আল্লাহভীরু চরিত্রবান মেধাবী দক্ষ ও সাহসী। যাদের ভিতর থাকবে দেশপ্রেম এবং আল্লাহর ভয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ