ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, মন চাইলেই জালেমদের আমরা মাফ করে দেব? এটা ইসলাম শেখায়নি। ইসলাম শিখিয়েছে জালেমদের বিচার হবে। অন্যায়কারীদের বিচার হবে। খুনিদের বিচার হবে। খুনির ফাঁসি হবে।'
তিনি বলেন, যারা নির্বিচারে হাজারো মানুষ হত্যা করেছে, হাফেজ-আলেমদের হত্যা করেছে। তাদেরকে নিহতের পরিবার মাফ করতে পারে, বাংলাদেশের ১৮ কোটি মানুষ মাফ করতে পারে। কিন্তু ইসলামী আন্দোলন তাদের মাফ করতে পারে না।
শুক্রবার বিকালে জামালপুরে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় চরমোনাই পীর বলেন, ৫ আগস্টের পর যখন প্রশাসন ভেঙে পড়েছিল। তখন ইসলামী আন্দোলন মন্দির পাহারা দিয়েছে। আনন্দবাজার পত্রিকায় ছাপা হয়েছিল। রাস্তায় ট্রাফিকের কাজ করেছে। তখন একটি শ্রেণি জমি দখল, লুট ও চাঁদাবাজি করেছে। তাদের ধিক্কার জানাই, তাদেরকে উৎখাত করতে হবে।
হাআমা/