শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

বাজেট পরবর্তী স্বাগত মিছিলে আওয়ামী লীগের ২ পক্ষের সংঘর্ষ, আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাজেট পরবর্তী স্বাগত মিছিলকে কেন্দ্র করে সাবেক ভূমিমন্ত্রী ও বর্তমান অর্থ প্রতিমন্ত্রীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রীর অনুসারী এম এ মান্নান চৌধুরীসহ ৬ জন আহত হয়েছেন।

সাবেক ভূমিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপির দুই পক্ষের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

শুক্রবার (৮ জুন) বন্দর সেন্টার এলাকায় বিকেল সাড়ে ৫টার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বিকেল ৩টা থেকে বাজেট পরবর্তী স্বাগত মিছিল করার জন্য উভয় পক্ষের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ব্যারিকেট থাকলেও দুপক্ষ সংঘর্ষে জড়ায় বলে জানান স্থানীয় লোকজন।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, বাজেট পরবর্তী স্বাগত মিছিলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর থেকে পুলিশ মোতায়েন ছিল। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারী আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমরা বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করার জন্য গতকাল প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছি। আজকে নির্ধারিত সভায় তারা (অর্থ প্রতিমন্ত্রীর অনুসারীরা) দা, কিরিচ নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করেছে। এতে আমাদের সভাপতিসহ অনেকে আহত হয়েছে। সভাপতির অবস্থা গুরুতর বলেও জানান তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার ৪টায় বাজেটকে স্বাগত জানিয়ে চাতরী চৌমুহনী টানেল চত্বর এলাকায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের নেতৃত্বে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিন রাতে উপজেলা আওয়ামী লীগ বাজেট পরবর্তী স্বাগত মিছিলের কর্মসূচি দিলে একই স্থানে ফের কাজী মোজাম্মেলের নেতৃত্বে ওয়াসিকা অনুসারীরা বাজেট পরবর্তী স্বাগত মিছিলের কর্মসূচি দেয়। এদিকে সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে উভয় পক্ষের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করলে এবিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ