রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ।। ১০ ফাল্গুন ১৪৩১ ।। ২৪ শাবান ১৪৪৬

শিরোনাম :
নতুন রাজনৈতিক দল গঠনের শেষ পর্যায়েও সঙ্কট কাটেনি! খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে আবেদনের শুনানি ২ মার্চ প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাতে ঢাকার পথে কুয়েটের শিক্ষার্থীরা ডিসেম্বর-জানুয়ারিতে নির্বাচন চায় অন্তর্বর্তী সরকার গতকাল ছয় শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেয়নি ইসরাইল ‘নামাজী মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে অপরাধপ্রবণতা সহনীয় পর্যায়ে চলে আসবে’ আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে: আজহারী বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন ‘কুরআনের সাথে সম্পৃক্ততা মানুষকে আলোকিত করে’ মসজিদে হারাম ও নববীতে তারাবি পড়াবেন ১৫ ইমাম

ভোটারদের নিরাপত্তায় প্রশাসনকে সহায়তা দেবে আ.লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের সকল নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। একইসঙ্গে আচরণ বিধি মেনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকেও সহায়তা করতে হবে।

 
শনিবার (০৬ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছে ভোট বিরোধী নাশকতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমাদের দাবির প্রেক্ষিতে ইসি জানিয়েছে সরকারের নির্বাহী বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তারা কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলবে।

এছাড়া আ. লীগের নেতা কর্মীদের ভোটার, নাগরিক, সকল প্রার্থীকে অনুরোধ জানিয়েছি ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সতর্ক থাকতে এবং ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য আচরণ বিধি মেনে আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসনকে সহায়তা দেওয়ার জন্য আমরা সাংগঠনিক নির্দেশনা পাঠিয়েছি।

তিনি আরো বলেন, আমরা যেমন ভোটারদের জোর করে ভোটকেন্দ্রে নিতে পারি না। একইভাবে তাদের ভোটকেন্দ্রে যেতে বাধাও দিতে পারি না।

বিপ্লব বড়ুয়া বলেন, আমরা প্রত্যাশা করি জনগণ অত্যন্ত সংগ্রামী। এই জাতি জীবনের বিনিময়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে।  

দেশের জনগণ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।  

নির্বাচন কমিশন সংক্রান্ত উপকমিটির সদস্য অ্যাডভোকেট তারানা হালিম বলেন, ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে ভীতির সৃষ্টি করছে বিএনপি, জামায়াত। যে নাশকতা সৃষ্টি করছে এটি ফৌজদারি অপরাধ। তারা মশাল মিছিল করছে, চোরাগোপ্তা হামলা করছে। মানুষ এই ষড়যন্ত্র প্রতিহত করতে চায়।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন হরতাল ডেকেছে বিএনপি। এরই মধ্যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগে চারজন নিহত হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ