শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে: সমমনা ইসলামী দলসমূহ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে সরকারকে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন সমমনা ইসলামী দলসমূহের নেতৃবৃন্দ। 


বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পল্টনস্থ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দলীয় কার্যালয়ে সমমনা ইসলামী দলসমূহের এক মিটিংয়ে উপস্থিত নেতৃবৃন্দ এ সব কথা বলেন।

মিটিংয়ে আগামী কাল ১৭ নভেম্বর শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে ঘোষিত এক তরফা তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ,বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন,মাওলানা আহমদ আলী কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন,মুফতী শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন,মাওলানা মাহবুবুল হক, খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মাদ মুনতাসির আলী,অধ্যাপক আব্দুল জলিল, জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলামের প্রচারসচিব আব্দুল্লাহ আল মাসূদ খান প্রমুখ। 

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ