শনিবার, ২৯ মার্চ ২০২৫ ।। ১৪ চৈত্র ১৪৩১ ।। ২৯ রমজান ১৪৪৬

শিরোনাম :
জুমার সময় ভূমিকম্প, মসজিদ ধসে নিহত অন্তত ২০ ক্ষমা করে দেই ; ক্ষমা নিয়ে নেই ভূমিকম্পে মিয়ানমারে নিহত ১৪৪, থাইল্যান্ডে ধ্বংসস্তূপের নিচে শতাধিক মানুষ কাবা প্রাঙ্গণে টানা ৩৫ বছর কোরআন খতমের রেকর্ড গড়বেন যিনি শরহে বেকায়ায় ১ম স্থান নারায়ণগঞ্জের জামিআ উম্মে মুআয তা'লীমুননিসা’র  হিফজুল কুরআনে সারাদেশে প্রথম গাজীপুরের বাইতুল হিকমাহ’র শিক্ষার্থী মু’তাসিম বিল্লাহ  ৩ মে ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ এবং জুন মাসে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আহত নূরুল করীম আকরামের খোঁজ নিতে হাসপাতালে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ মেশকাতে ১ম স্থানসহ ঈর্ষণীয় সাফল্য ফাতিমাতুযযাহরা’র আলেমদের নানা পেশা

৩০০ আসনেই আমরা প্রার্থী দেব : কাদের সিদ্দিকী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, নির্বাচনে কে যাবে, না যাবে, এটা আমার দেখার প্রয়োজন নাই। ধানের শীষ তারা আসুক বা না আসুক তাতে কিছু যায় আসে না। বিএনপি যখন ছিল না তখন? বাংলাদেশ হয় নাই? বাংলাদেশ না হলে তো বিএনপির জন্মই হতো না। বাংলাদেশ হয়েছিল বলেই বিএনপির জন্ম। সে জন্যই বলি তারা নির্বাচনে না আসলে কিছু যায় আসে না।

সোমবার রাতে টাঙ্গাইলের সখীপুরে শাহ সুফী সামান ফকিরের ওফাত দিবস উপলক্ষে  এ সব কথা বলেন তিনি।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘যদি প্রয়োজন হয় আমার গামছা মার্কা বাংলাদেশের ৩০০ আসনেই লড়বে। ৩০০ আসনেই আমরা প্রার্থী দেব। দেখা যাক কত ধানে কত চাল। বার বার ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, এবার ঘুঘু তোমার বধিব পরাণ।’
তিনি আরও বলেন, ‘একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে তিন-চার হাজার ভোটারের স্বাক্ষর লাগে। কেন লাগে? একজনেরও লাগবে না। এই দেশের যে নাগরিক, সেই ভোটে দাঁড়াতে পারবে। এটা তার সাংবিধানিক অধিকার। এই নির্বাচনে যে খুশি সেই ভোটে দাঁড়াতে পারবে। যাকে খুশি জনগণ তাকেই ভোট দেবে।’

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক আব্দুস সবুর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতিক, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, পীরজাদা মো. আয়নাল হক প্রমুখ।

হুআ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ