রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

ভারতকে জবাব দিতে হবে দেশের তরুণ চিকিৎসকদের: মাহমুদুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের হুমকির জবাবে দেশের তরুণ চিকিৎসকদের মানবিক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। 

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেটিনা গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাহমুদুর রহমান বলেন, ভারত বাংলাদেশের জনগণকে চিকিৎসা না দেওয়ার হুমকি দিয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসাও বন্ধ করে দিয়েছে। এটা সরাসরি একটি অমানবিক ও শাস্তিমূলক পদক্ষেপ।

তিনি আরও বলেন, ভারতের দখলদার মনোভাব, আধিপত্যবাদী নীতি ও হেজেমনিক আচরণের বিরুদ্ধে বাংলাদেশের তরুণ প্রজন্ম একটি মহান গণবিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে। আর এ কারণেই ভারত এখন বাংলাদেশের জনগণকে শাস্তি দিতে চাচ্ছে।

তিনি প্রশ্ন তোলেন, এ শাস্তির রূপ কী?—বাংলাদেশিদের চিকিৎসা করবে না, চিকিৎসকদের মুখে এ ধরনের ঘোষণা, পাশাপাশি ভিসা বন্ধ। এটা মানবিকতার চরম লঙ্ঘন।

এই সম্পাদক বলেন, আজ ফিলিস্তিনের চিকিৎসকরা জীবন বাজি রেখে ইসরাইলি হামলায় আহতদের চিকিৎসা দিচ্ছেন, তা এক অনন্য দৃষ্টান্ত। অথচ ভারত বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়ে নিজেদের অমানবিক মুখোশ উন্মোচন করেছে।

দেশের চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, এ অমানবিকতার জবাব দিতে হলে আমাদের তরুণ চিকিৎসকদেরই এগিয়ে আসতে হবে। আপনাদেরই হতে হবে মানবিকতার নতুন দৃষ্টান্ত।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ