বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ।। ১৩ ফাল্গুন ১৪৩১ ।। ২৭ শাবান ১৪৪৬

শিরোনাম :
আমাদেরকে কেউ ভয় দেখাবেন না : শফিকুর রহমান ‘ফ্যাসিবাদীদের বিচার ও জাতীয় ঐক্যই আগ্রাসন মোকাবেলার মোক্ষম হাতিয়ার’ ‘সরকারি চাকুরীতে ফ্যাসিবাদের দোসরদের বিবেচনায় নেয়ার সুযোগ নেই’ রমজানের আগ মুহূর্তে নবীজী যে দোয়া বেশি বেশি পড়তেন  আফতাবনগর ওলামা সম্মেলনে আসবেন সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের অবস্থান প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি সাবেক আইনমন্ত্রীর ৬ দিন ও সাবেক আইজিপির ৩ দিনের রিমান্ড আগে জাতীয় নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিএনপির পদযাত্রা আগে জাতীয় নির্বাচন চান সাবেক স্থানীয় সরকার প্রতিনিধিরা

দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার। খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে মধ্যরাতে রাজধানীর বিজয় সরণি এলাকায় নভো থিয়েটারের সামনে প্রেস ব্রিফিং করে এই আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গত কিছুদিন ধরেই রাজধানীসহ সারাদেশে ছিনতাই ও ডাকাতি বেড়েছে। যা নিয়ে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মনে। তবে এই অবস্থা থেকে দ্রুতই উত্তরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আসিফ মাহমুদ।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, যেসব জায়গায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে এবং যারা ঘটায়, তাদের আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে বিজয় সরণি এলাকায় সাংবাদিকদের ব্রিফিং করে এসব কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ব্রিফিংয়ে আরও ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এর আগে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় জননিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের ক্রান্তিলগ্নে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক বা নিতান্তই ছিনতাইয়ের মতো ঘটনা হোক, তা কোনোভাবেই বরদাশত করা হবে না। বড় ধরনের অপরাধ কমলেও ছোটখাটো অপরাধ, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, এটা সরকার অ্যাড্রেস করছে। আশা করা যায়, খুব দ্রুতই সুফল পাওয়া যাবে। ঘটনাগুলো যথাসম্ভব কমে আসবে।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, কোনো সোসাইটি (সমাজ) বা কোনো দেশ পাওয়া যাবে না, যেখানে অপরাধ হয় না। অপরাধ থাকবে, সেটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা, জনমনে যাতে আতঙ্ক সৃষ্টি না হয়, সেটা দেখা সরকারের দায়িত্ব।

এর আগে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের বলেন, তারা ব্যাপক অভিযান শুরু করেছেন। চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে অভিযান পরিচালনা করছেন। ঢাকায় মোট ৬৫টি চেকপোস্ট (তল্লাশিচৌকি) বসানো হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, পরিস্থিতি গত দু–তিন দিন খারাপ হলেও আগে ভালো ছিল। অপরাধ যে কখনো ছিল না, বিষয়টি তা নয়। আগেও অপরাধ হতো তবে এতটা প্রচার হতো না। এখন ছিনতাইয়ের ঘটনা মানুষ প্রতিহত না করে ভিডিও করছে। তিনি সবাইকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ