মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৮ মাঘ ১৪৩১ ।। ১২ শাবান ১৪৪৬

শিরোনাম :
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: মির্জা ফখরুল স্টলে ইসলাম বিদ্বেষী তসলিমার বই রাখা নিয়ে বইমেলায় উত্তেজনা ঢাকায় হাসপাতালে আল্লামা সুলতান যওক নদভী প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক শুরু এজেন্সির গাফিলতিতে কেউ পবিত্র হজ করতে না পারলে ব্যবস্থা : ধর্ম উপদেষ্টা সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা সিলেট মহানগর জমিয়তের কমিটি ঘোষণা দ্বীনিয়াতের কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান: সংকট ও সমাধানের উপায় চ্যালেঞ্জ সামনে নিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা

এজেন্সির গাফিলতিতে কেউ পবিত্র হজ করতে না পারলে ব্যবস্থা : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজযাত্রী পবিত্র হজ করতে না পারলে সেই দায় এজেন্সিগুলোকেই নিতে হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান ধর্ম উপদেষ্টা।

তিনি বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে মিনা ও আরাফায় তাবু ও ক্যাটারিং সার্ভিস ছাড়াও বাড়ি ও হোটেল কর্তৃপক্ষ, পরিবহন প্রতিষ্ঠান, ক্যাটারিং সেবাদানকারীর মতো হজ সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে ১৪ ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সময় আর বাড়ানো হবে না। ৭০টি লিডিং এজেন্সির মধ্যে এখন পর্যন্ত ৩৮টির চুক্তি সম্পাদনের কাজে অগ্রগতি আছে। বাকিগুলো পিছিয়ে আছে।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, এবার হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭ হাজার ১০০ জন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন হজে যেতে নিবন্ধন করেছেন। এ বছর হজ কোটা ছিল ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের। তবে এবার হজে শিশুদের নেওয়া যাবে না। যদিও শিশুদের বয়স কত হবে তা এখনো জানায়নি সৌদি সরকার।

তিনি আরো বলেন, অন্য দেশের চেয়ে বাংলাদেশ থেকে হজযাত্রীদের উড়োজাহাজ ভাড়া বেশি নয়। হজযাত্রার ভাড়া কমাতে আগামী বছর বাংলাদেশ ও সৌদি আরবের বাইরে তৃতীয় ক্যারিয়ারের অনুমোদন পেলে টেন্ডার দিয়ে নতুন বিমান সংস্থাকে নেওয়া হবে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ