রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ ।। ১৯ মাঘ ১৪৩১ ।। ৩ শাবান ১৪৪৬

শিরোনাম :
কাল সারাদেশে কওমি শিক্ষাবোর্ড বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা নির্বাচন নিয়ে দুই ইসলামী দলের মতবিনিময় সংস্কারের আলাপ যত বেশি দীর্ঘায়িত হবে দেশ ততবেশি সংকটে পড়বে: তারেক রহমান অনুমতি ব্যতীত ইজতেমা ময়দানে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ, চলছে দ্বিতীয় পর্বের প্রস্তুতি দাওয়াত ও তালিমের কাজ ওলামায়ে কেরামের দায়িত্ব মানবজীবনে আদব অতি গুরুত্বপূর্ণ বিষয়: বায়তুল মোকাররমের খতিব ‘খুনিদের এভাবে সেফ এক্সিট দিলে চরম মূল্য দিতে হবে’ বিশ্ব ইজতেমায় হাফেজ্জী চ্যারিটেবলের ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতিষ্ঠাতার উসুলের ওপর থাকলেই তাবলিগ হবে ফেতনামুক্ত: মুফতি মুবারকুল্লাহ

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ, চলছে দ্বিতীয় পর্বের প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: বিশ্ব ইজতেমা ময়দান থেকে পাঠিয়েছেন হাবিবুল্লাহ রায়হান

টঙ্গী ৫৮ তম বিশ্ব ইজতেমা ১ম ধাপ শেষ করে দ্বিতীয় ধাপের ইজতেমার প্রস্তুতি নিচ্ছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নিজামের সাথীরা।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত শেষ করে প্রথম ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী  মুসুল্লিরা ইতিমধ্যে ইজতেমার ময়দান ত্যাগ করেছেন। দ্বিতীয় ধাপের ইজতেমায় যারা অংশগ্রহণ করবেন তারা আসা শুরু করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে অংশগ্রহণ করছেন- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর,মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর,টাংগাইল, পাবনা,নরসিংদী, সাভার,কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি,বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর,খাগড়াছড়ি, রাংগামাটি,নওগাঁ, বান্দরবন জেলা। এই ধাপে ঢাকার একাংশ সহ ২২টি জেলা অংশগ্রহণ করছেন মোট ৪০টি খিত্তায়।

আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজরের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।

প্রথম ধাপের ইজতেমার দোয়া শেষ করেই তাবলীগের বিভিন্ন স্বেচ্ছাসেবক কর্মীরা বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু করে এবং আজ মাগরিবের আগেই তা সম্পন্ন করে।

মাঠে ইতিমধ্যে ৭৬ দেশ থেকে প্রায় ৩,০৫০ জন বিদেশি মেহমান মেহমান অবস্থান করছেন। দ্বিতীয় ধাপের অর্থাৎ ৩,৪,৫ ফেব্রুয়ারি ইজতেমা শেষ করে তারা যার যার দেশে ফিরবেন। এদিকে বিদেশি মেহমানদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টেই সাধারণ ডাইরীর করার ব্যবস্থা গ্রহন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন- এন এম নাসিরুদ্দিন, উপ-পুলিশ কমিশনার (অপরাধ- দক্ষিণ), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

এর আগে ৩১ জানুয়ারি   ও ১, ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল, এখানে ইজতেমায় আগত মোট ০৫ জন মুসল্লির মৃত্যু হয়। এবং প্রথম ধাপের ইজতেমায় আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে প্রায় ৪০ লক্ষাধিক মুসল্লি।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ