উন্নত চিকিৎসার দাবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা রাজধানীর মিরপুর রোডের শ্যামলীতে তিন রাস্তার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে বিক্ষোভ করছেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম।
মোহাম্মদ গোলাম আজম বলেন, শ্যামলী পঙ্গু হাসপাতালের সামনে পুরো রাস্তা ব্লক করে আন্দোলন করছে চিকিৎসারত জুলাই আন্দোলনে আহতরা। এ কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।
একই দাবিতে গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার পর থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন আহতরা।
তখন বিক্ষোভকারীরা বলেন, একটি স্বৈরাচার-পতন আন্দোলনের পর আবার আমাদের কেন দাবি-দাওয়ার জন্য রাস্তায় নামতে হবে? আমরা এই দেশের জন্য আন্দোলন করেছি। দেশের মানুষের জন্য আন্দোলন করেছি। অথচ আমাদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না। এটাই কি হওয়ার কথা ছিল? এখন পর্যন্ত রাষ্ট্র থেকে সঠিকভাবে আমাদের মূল্যায়ন করা হচ্ছে না। স্বীকৃতি দেয়া হচ্ছে না। আমাদের পুনর্বাসন করা হচ্ছে না।
জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন ও আহতদের সেবা দিতে যে চারটি ক্যাটাগরি করা হয়েছে সেই ক্যাটাগরি বাদ দেয়াসহ বিভিন্ন দাবি জানান বিক্ষোভকারীরা । তাদের ভাষ্য, এই ক্যাটাগরির মাধ্যমে আহতদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এছাড়া অসুস্থদের দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোরও দাবি জানানো হয়।
এমএইচ/