শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫ ।। ১৮ মাঘ ১৪৩১ ।। ২ শাবান ১৪৪৬


আখেরি মোনাজাত সকাল ৯ টায়, সরকারের প্রতি কৃতজ্ঞতা শূরায়ি নেজামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল রবিবার সকাল ৯ টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে প্রেস ব্রিফিং-এ জানিয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজক শুরায়ে নেজাম। সাদপন্থীদের বিরুদ্ধে দেশ বিদেশে অপপ্রচারের অভিযোগ আনেন তারা। একই সঙ্গে সারাদেশে কওমি মাদরাসার পরীক্ষার জন্য ছাত্র ও তাদের ওস্তাদরা ইজতেমায় আসতে পারছেন না বলে জানানো হয়।

আজ শনিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১ টায় বিশ্ব ইজতেমার জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং এ তারা এ কথা বলেন।

এ সময় সাংবাদিকদের ব্রিফ করেন শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বি মুফতি কেফায়তুল্লাহ আজহারী।

আজহারী বলেন, এই প্রথম কালকে সকাল ৯ টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগে ১১ টা বা ১২ টায় মোনাজাত হতো। তাই এই মোনাজাতে সকলকে শরীক হওয়ার জন্য তিনি আহবান জানান।

সাদপন্থীদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর গভীর রাতে সাদপন্থীরা ইজতেমা ময়দানে হামলা করে আমাদের সাথীদের রক্তাক্ত করে। এতে এই পর্যন্ত চারজন সাথী শাহাদাৎ বরণ করেছেন। সাদপন্থীরা এই ঘটনা ঘটিয়ে দেশে বিদেশে নানা অপপ্রচার চালাচ্ছেন। তাদের গুজবে গ্রামের সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় আসতে ভয় পাচ্ছেন।

তারপরও এখন ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ উল্লেখ করে তিনি বলেন, লাখ লাখ মুসল্লি ইজতেমা ময়দানে এসেছেন, আরো আসবেন। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমরা এই সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিগত সরকার আমাদের দাবি সত্ত্বেও দুই পর্বে ইজতেমা করতে দেয়নি। ফলে আমাদের ইজতেমায় অনেক মানুষের সমাগম হতো। এবার সরকার আমাদের দাবি মেনে নেওয়ায় প্রথম পর্বে ৪২ জেলার মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করছেন।

বাকী ২২ জেলার মুসল্লিরা ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইজতেমায় অংশগ্রহণ করবেন।

সারাদেশে কওমী মাদরাসা গুলোর দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষার কথা উল্লেখ করে এই মুরুব্বী বলেন, পরীক্ষার কারণে কওমী মাদ্রাসার শিক্ষার্থী ও তাদের ওস্তাদরা ইজতেমায় আসতে পারছে না।

চলমান বিশ্ব ইজতেমায় সরকার ও গণমাধ্যমের প্রতি সবশেষ কৃতজ্ঞতা জানিয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দুই ধাপের আয়োজক শুরায়ে নেজাম বা জুবায়েরপন্থীরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রকৌশলী মাহফুজ হান্নান, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা নাজমুল হাসান, মাওলানা মোহাম্মদ আলী ও শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ