দেশের জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী, ধর্মীয় আলোচক, সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সাধারণ সম্পাদক ও কলরবের পরিচালক মুফতি সাঈদ আহমদের ওপর অতর্কিত আক্রমণ ও অপহরণের চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সংস্কৃতি কেন্দ্র।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান সংগঠনটির সভাপতি জাগ্রত কবি মুহিব খান, সাধারণ সম্পাদক কাউসার আহমাদ সুহাইল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদরুজ্জামান।
বিবৃতিতে তারা বলেন, ‘আমরা মনে করি, শুধুমাত্র শাহবাগ সমাবেশে উপস্থিত থাকার দোহাই দিয়ে এ ধরনের আচরণ উদ্দেশ্যমূলক ও ন্যাক্কারজনক।’
তারা বলেন, ‘২০১৩ সালে মুফতি সাঈদ আহমদ বয়সে সদ্য কৈশোর পেরুনো একান্ত তরুণ ছিলেন এবং রাজধানী ঢাকার একটি স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। সেই প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকমন্ডলির নির্দেশে তাকে এই সমাবেশে শিক্ষার্থী হিসেবে যোগদান করতে হয়েছিল, এর দায় তার উপর বর্তানো যায় না। এই সমাবেশে উক্ত প্রতিষ্ঠান প্রধানের প্রদান করা বক্তব্যও তার নিজের নয়। যদি এই বক্তব্যের প্রতিকার প্রয়োজন হয় তাহলে সরাসরি বক্তব্যদাতার মুখোমুখি হওয়াই বাঞ্চনীয়। একের দায় অন্যের উপর চাপানো উচিত নয়।’
বিবৃতিতে তারা আরো বলেন, ‘ইতিমধ্যে মুফতি সাঈদ আহমদ এ বিষয়ে তার অবস্থান ও বাস্তবতা সামাজিক গণমাধ্যমে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। এরপর এ নিয়ে তার সঙ্গে আর কোন বিবাদ বিদ্বেষ বাকি থাকা গ্রহণযোগ্য নয় বলে আমরা মনে করি। আমরা এর নিষ্পত্তি কামনা করছি।’
কেএল/