শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ।। ৪ পৌষ ১৪৩১ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
সাদপন্থী আনোয়ার আব্দুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করলো বাহুবলের উলামায়ে কেরাম হজের চূড়ান্ত নিবন্ধন ১৫ জানুয়ারি পর্যন্ত ‘সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে কঠোর অবস্থানগ্রহণ করতে হবে’ ভোটের মাধ্যমে সমর্থন পাওয়াই জনগণের আস্থার প্রতিফলন: তারেক রহমান বাংলাদেশে আরবি ভাষার জাগরণ মুফতি সাঈদ আহমদকে অপহরণ চেষ্টা, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিবাদ ‘সীমান্তে বিএসএফের জুলুম নির্যাতনের সকল সীমা অতিক্রম করছে’ কওমি শিক্ষার্থীরা পরিশ্রমী-মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন: মুফতি দিলাওয়ার হোসাইন কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত দলের ৩ জনের আত্মসমর্পণ সাদপন্থীদের কার্যক্রম বন্ধ  ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন

‘সীমান্তে বিএসএফের জুলুম নির্যাতনের সকল সীমা অতিক্রম করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তী শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে বিএসএফের নির্যাতনে ৩ জন বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দলটির ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন, সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, সহসভাপতি আলহাজ্ব মোঃ হানিফ মিয়া, আলহাজ্ব সুলতান আহমদ খান, প্রফেসর ডা. মোহাম্মদ কামরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারী হাজী মোঃ শাহীন আহমদ এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে তারা বলেন, সীমান্তবর্তী শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে বিএসএফের নির্যাতনে ৩ জন বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় চরমভাবে গভীর উদ্বেগ প্রকাশ করছি। ফ্যাসিস্ট হাসিনা পলাতকের পর থেকে  বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফের বাংলাদেশি লোকদের হত্যা ও জুলুম-নির্যাতন আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ভারত পায়ে পাড়া দিয়ে ঝগড়া সৃষ্টি করতে চাইলে দেশপ্রেমিক ঈমানদার জনতা ভারতের অন্যায় আচরণ কোনভাবেই মেনে নিবে না। এতে করে ভারত বন্ধু রাষ্ট্র পরিচয় না দিয়ে শত্রুরাষ্ট্র হিসেবে নিজেদেরকে জানান দিচ্ছে। এতে করে ভারতেরই ক্ষতি হচ্ছে। বিশ্বের বিভিণ্ণ দেশ ভারতের সঙ্গে সম্পর্ক গুটিয়ে নিচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারতের এ ধরনের বৈরী আচরণ কারো জন্যই কল্যাণকর হবে না। ভারতের এ ধরনের উসকানিমূলক ও হঠকারী আচরণ অবিলম্বে বন্ধ করার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ