বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ।। ৩ পৌষ ১৪৩১ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৬


ইজতেমা ময়দানে হামলায় প্রাণহানি; সাদপন্থী মুরব্বির দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্ব ইজতেমার ময়দানে গভীর রাতে তাবলীগের শূরায়ি নেজামের অনুসারী মুসল্লিদের উপর সাদপন্থীদের আকস্মিক হামলায় চারজন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন প্রায় অর্ধশত। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন সাদপন্থী তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা রেজা আরিফ।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে হামলায় হতাহতের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাদপন্থীদের নিয়ে আলোচনায় বসেন সরকারের পাঁচজন উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাদ অনুসারী মাওলানা রেজা আরিফ।

সাদ অনুসারীদের উদ্দেশে রেজা আরিফ বলেন, ‘কেউ কারও সঙ্গে উঁচু গলায় কথা বলবেন না, কোনো রকম ক্যাজুয়ালটি যেন না হয়, কোনো রকম মারামারি যেন না হয়, কোনো রকম সমস্যা যাতে না হয়।’

তিনি বলেন, ‘আমাদের সাথিরা এখনই মাঠ ছাড়া শুরু করুন। আর ওনাদের (জুবায়ের অনুসারী) প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে মাঠ ছেড়ে দিচ্ছি। ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। ওনারাও যেন রাস্তার মধ্যে নেমে না আসেন এবং কোনো উসকানিমূলক বক্তব্য প্রচার না করেন।’

ইজতেমা মাঠে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে রেজা আরিফ বলেন, ‘যে ঘটনা ঘটেছে, কে দায়ী সেটি জরুরি নয়, অবশ্যই মুসলমান হিসেবে এবং দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি। যা–ই হয়েছে, এটা একেবারে অনুচিত হয়েছে।

মুসলমান–মুসলমান মারামারি, তাবলিগের সাথিরা–সাথিরা মারামারি—এটা একেবারেই ঠিক হয়নি। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে এমন কোনো কর্মকাণ্ড আর না হয় আমাদের সেই চেষ্টা থাকবে।’

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ