বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ।। ৩ পৌষ ১৪৩১ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
ইজতেমা ময়দান দখলের পর লাঠি হাতে ফিরেছে সাদপন্থীরা কাল আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি ছালাম খান কিশোরগঞ্জে শহীদ আবু সাঈদকে নিয়ে বিতর্কিত বক্তব্য, প্রতিবাদে মানববন্ধন টঙ্গী ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাদপন্থিদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি টঙ্গী ময়দানে হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা কায়রোতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘর্ষ নিরসনে আত্মোপলব্ধি জাগরিত হোক: খেলাফত মজলিস কাকরাইল মারকাযে মুফতী সৈয়দ ফয়জুল করীম

সাদপন্থিদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাবলিগ জামাতের সাদপন্থিদের একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যা দিয়ে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তাবলীগ জামাতের শূরায়ি নেজামের অনুসারিরা।

বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সাতজন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এ দাবি জানান। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

মাওলানা মামুনুল হক বলেন, এটি কোনো সংঘর্ষ ছিল না, এটি একপক্ষীয় হামলা। ঘুমন্ত মানুষের ওপর সাদপন্থিরা হামলা চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ জঘন্য কর্মকাণ্ডে জড়িতদের আজকের মধ্যেই গ্রেফতার করতে হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েছেন।

তিনি অভিযোগ করেন, সাদপন্থিরা জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় ইজতেমা মাঠে প্রবেশ করে। তাদের এ হামলার ফলে উত্তেজনা দেখা দেয়।

তিনি বলেন, সাদপন্থিরা রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। যার যা দাবি ছিল, তা আলোচনা করে সমাধানের কথা থাকলেও তারা সব সিদ্ধান্ত উপেক্ষা করে ঘুমন্ত মানুষের ওপর হামলা চালিয়েছে। এই শত্রুকে প্রতিহত করতে হবে।

মামলার প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে মাওলানা মামুনুল হক বলেন, আজকের মধ্যেই মামলা দায়ের করা হবে।

মাওলানা মামুনুল হক সাদপন্থিদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের ‘নিষিদ্ধ গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করার দাবি জানান। ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জুবায়েরপন্থিদের টঙ্গী ইজতেমা মাঠ অভিমুখে লংমার্চ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। তিনি সবার সঙ্গে আলোচনা করে কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ