বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ।। ৩ পৌষ ১৪৩১ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৬


‘পেশাদার খুনিদের দিয়ে ঘুমন্ত ৩ সাথীকে হত্যা করা হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাতের অন্ধকারে পেশাদার খুনিদের দিয়ে ঘুমন্ত সাথী ভাইদের ওপর হামলা করে তিনজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। বুধবার কাকরাইল মসজিদে ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

এর আগে, তাবলীগ জামাতের আলমি শুরাপন্থীরা কাকরাইল মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ করেন।

পরে ব্রিফিংয়ে মামুনুল হক বলেন, হামলাকারীদের গ্রেফতার করা না হলে পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হবে না।

তিনি বলেন, ওসামা বিন ওয়াসিফ-এর নেতৃত্বে যে হামলা হয়েছে, তার সব সিসিটিভি ফুটেজ আছে। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম কাকরাইল মসজিদে দুই পক্ষের মীমাংসার জন্য অবস্থান করছিলেন। তারা চেষ্টা করেছিলেন, হামলা বন্ধের।

মামুনুল হক আরও জানান, ইজতেমা হবে কি হবে না- সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে ওলামা সম্মেলনে। এটা দুই পক্ষের সংঘর্ষ নয়, ঘুমন্ত সাথী ভাইদের ওপর এক তরফা হামলা। মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার করলে তাদেরও খেসারত দিতে হবে বলে হুঁশিয়ার করে দেন তিনি।


সম্পর্কিত খবর