রাজধানীর অদূরে টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠানের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ৩ ডিসেম্বর শূরায়ে নেজামের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি হিসেবে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে। আগামী ২০ ডিসেম্বর সাদপন্থিরা জোড় ইজতেমা করবেন। তবে জুবায়েরপন্থিরা করতে দেবেন না বলে ঘোষণা দেওয়ায় বিরোধ এখন তুঙ্গে।
এই পরিস্থিতিতে বুধবার দুই পক্ষের শীর্ষস্থানীয় মুরব্বিদের নিয়ে পৃথক বৈঠক করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। জননিরাপত্তা বিভাগ সূত্র জানায়, দুই পক্ষ সমঝোতায় না এলে প্রয়োজনে ইজতেমার অনুমতি বাতিল করা হতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং জননিরাপত্তা বিভাগের সচিবের চলতি দায়িত্বে থাকা ড. নাসিম আহমেদও অংশ নেবেন।
জানা গেছে, আজ বেলা ১১টায় দুই পক্ষকে একসঙ্গে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা একসঙ্গে বসতে রাজি হয়নি। এ অবস্থায় ঝামেলা এড়াতে স্বরাষ্ট্র উপদেষ্টা সাদপন্থিদের বেলা ১১টায়, আলমে শুরার সাথীদের বেলা ১২টায় বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন।
জননিরাপত্তা বিভাগের দায়িত্বশীল সূত্র জানায়, আজ যদি তারা সমঝোতায় না আসেন, তাহলে প্রয়োজনে ইজতেমার অনুমতি বাতিল করা হতে পারে। কোনো অবস্থায়ই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে দিতে পারে না। কারণ তৃতীয় পক্ষ এর সুযোগ নিতে চেষ্টা করবে।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে শুরায়ে নেজাম ও আলেমদের ওপর হামলা করে সাদপন্থিরা। হামলায় এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় শতাধিক।
এনএ/